রাজস্ব আদায়ে বিপুল ঘাটতি নিয়েই, কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে পেশ রাজ্য বাজেট
আগামী ১ বছরে রাজ্যে ১৩ লাখ কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। রাজ্য বাধানসভায় ২০১৭-১৮ অর্থবর্ষের বাজেট পেশ করতে গিয়ে আজ এমনই ইঙ্গিত দিলেন অর্থমন্ত্রী অমিত মিত্র। শুরু থেকে কেন্দ্রীয় সরকারের নোট বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে তোপ দাগেন অর্থমন্ত্রী। বলেন, ``কেন্দ্রীয় সরকারের জনবিরোধী এই নীতির ফলে সমস্যায় পড়়েছে রাজ্য সরকারগুলি। আর তাই চলতি আর্থিক বছর নির্ধারিত কর আদায়ের পরিমাণে প্রায় ১৮০০ কোটি টাকার রাজস্ব ঘাঁটতি দেখা দিয়েছে।``
ওয়েব ডেস্ক : আগামী ১ বছরে রাজ্যে ১৩ লাখ কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। রাজ্য বাধানসভায় ২০১৭-১৮ অর্থবর্ষের বাজেট পেশ করতে গিয়ে আজ এমনই ইঙ্গিত দিলেন অর্থমন্ত্রী অমিত মিত্র। শুরু থেকে কেন্দ্রীয় সরকারের নোট বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে তোপ দাগেন অর্থমন্ত্রী। বলেন, ''কেন্দ্রীয় সরকারের জনবিরোধী এই নীতির ফলে সমস্যায় পড়়েছে রাজ্য সরকারগুলি। আর তাই চলতি আর্থিক বছর নির্ধারিত কর আদায়ের পরিমাণে প্রায় ১৮০০ কোটি টাকার রাজস্ব ঘাঁটতি দেখা দিয়েছে।''
বাজেট পেশ সকরার সময় অমিত মিত্র বলেন, চলতি অর্থবর্ষে কর আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৫০.৭৭৩ কোটি টাকা। তবে, নোট বাতিলের ফলে তা কমে দাঁড়িয়ে ৪৮.৯২৬ কোটি টাকা। অন্যদিকে, ২০১৭-১৮ অর্থবর্ষের জন্য এই লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে ৫৫.৭৮৬ কোটি টাকা।
আরও পড়ুন- বিধানসভার বাইরে আজ বিকল্প বাজেট পেশ করবে বিরোধীরা
আজকের পেশ করা সংক্ষিপ্ত বাজেটের শুরুতে বেশ কিছুটা সময় তিনি কেন্দ্রীয় সরকারের নোট বাতিলের সিদ্ধান্তের প্রভাব নিয়ে কথা বলেন। তারপরই আগামী অর্থবর্ষে রাজ্যের একের পর এক প্রস্তাবিত প্রকল্পের কথা ঘোষণা করেন। কর্মসংস্থান তৈরি করা ও পরিকাঠামো উন্নয়ন, প্রতিটি ক্ষেত্রেই জোর ছিল এবারের বাজেটে। শুধু তাই নয়, অঙ্গনওয়ারী ও আশা কর্মীদের জন্যও রয়েছে ভাতা বৃদ্ধির প্রস্তাব। সেস ডিউটি ৫ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশে নিয়ে আসার কথাও জানান অমিত মিত্র।
উল্লেখ্য, পরিবেশের কথা মাথায় রেখে পরিবেশ বান্ধব যে কোনও বস্তুর ওপর থেকে VAT তুলে নেওয়ার কথাও আজকের বাজেটে বলা হয়েছে।