ওয়েব ডেস্ক:  ট্রফিক সিগনালে গাড়ি দাঁড়ালেই দেখা মেলে অনেক অসহায় শিশুর। কেউ ভিক্ষা করছে, কেউ আবার বিক্রি করছে ধূপকাঠি। শুধুই কী ভিক্ষা?  আড়ালে রয়েছে আরও বড় চক্রান্ত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


ড্রাগের নেশায় হারাচ্ছে শৈশব। শহরের অলিতে গলিতে চুপিসারে চলছে সেই নেশার কারবার। টার্গেট ফুটপাথ বা প্ল্যাটফর্মের বাসিন্দা ভবঘুরে শিশুরা। চিন্তায় নার্কোটিক্স ডিপার্টমেন্ট। চিন্তায় শিশু কল্যাণ দফতরও।


 


আসলে মাদক জালে বিপন্ন শৈশব। কলকাতা পুলিসের নার্কোটিক্স ডিপার্টমেন্ট সূত্রে খবর ড্রাগের নেশায় ভুলিয়ে শুধু ভিক্ষাবৃত্তিই নয় অপরাধেও ব্যবহার করা হচ্ছে এই শিশুদের। 


 


নেশার জালে জড়িয়ে পড়েছে। অধিকাংশেরই ঘর বাড়ি নেই। হারিয়ে গেছেন পরিজনেরাও। এ অবস্থায় নেশাতেই তলিয়ে গিয়েছিল এই শিশু কিশোররা। শহরের বিভিন্ন এলাকা থেকে এরকম বহু শিশু-কিশোরকে উদ্ধার করছে CWC এবং নার্কোটিক্স ডিপার্টমেন্ট। তবে চিন্তার বিষয় প্রতিদিনই বাড়ছে নেশাগ্রস্থের সংখ্যা। প্রতিদিনই চুরি হয়ে যাচ্ছে শৈশব।