ওয়েব ডেস্ক: পশ্চিমবঙ্গ রাজ্য পুলিসের সর্বোচ্চ পদাধিকারী হলেন রাজ্য পুলিসের ডিরেক্টর জেনারেল (ডিজি)। বর্তমানে এই পদে রয়েছেন সুরজিত্ কর পুরকায়স্থ। একটি বাংলা দৈনিকের খবর অনুসারে এখন প্রতি মাসে তাঁর মোট মাইনে ২ লক্ষ ২৫ হাজার টাকা। এর মধ্যে মূল বেতন বা বেসিক হল ৮০ হাজার টাকা। জানা গেছে কোনও অফিসার ডিজি পদে উন্নীত হলে তার মূল বেতন হয় মাসিক পঁচাত্তর হাজার টাকা।


আরও পড়ুন- তৃণমূল কর্মী খুনে মানসের আগাম জামিনের আর্জি খারিজ, যেতে পারেন সুপ্রিম কোর্টে


১৯৮৫ ব্যাচের এই আইপিএস অফিসার এর আগে কলকাতা পুলিসের কমিশনার পদে আসীন ছিলেন। গত ৩১শে মে তত্কালীন ডিজি জি.এম.পি. রেড্ডি অবসর গ্রহণ করলে সুরজিত্ কর পুরকায়স্থ সেই পদে বহাল হন।


আরও পড়ুন- এবার কলকাতায় বস্তি সৌন্দর্যায়ন