ওয়েব ডেস্ক: রেড রোডে মেগা কার্নিভাল। চোখ ধাঁধানো শোভাযাত্রায় রঙিন রেড রোড। কার্নিভালে মুখ্যমন্ত্রী সহ দেশি-বিদেশি পর্যটক। পর পর সেরা প্রতিমা দেখার সুযোগ কাজে লাগাতে উপচে পড়া ভিড়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সংকীর্ণ দলীয় রাজনৈতিক স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে  সরকারি টাকায় বিসর্জনের শোভাযাত্রা। দলীয় অনুষ্ঠানে পরিণত সাধারণ মানুষের অনুষ্ঠান। মন্তব্য সূর্যকান্ত মিশ্রর। রাজনৈতিক ফায়দা তুলতে সরকারি অর্থে অনুষ্ঠানের নিন্দায় সিপিএম রাজ্যসম্পাদক।।


আরও পড়ুন-দিনের সব খবর


রেড রোডে মেগা কার্নিভালে সেরা ৩৯টি প্রতিমা। পুজোর পরেও প্রতিমা দর্শনে মানুষের ঢল। শোভাযাত্রার সঙ্গেই নাচে গানে  সংস্কৃতির মেলবন্ধন। মেগা কার্নিভাল ঘিরে কড়া নিরাপত্তা বলয় রেড রোডে।


রিও কার্নিভালকে টেক্কা দিল রেড রোডের মেগা কার্নিভাল। দুর্গাপুজোর হাত ধরে আমূল বদলে গেল বাংলার ব্র্যান্ডিংয়ের ছবিটা। এর আগাম আভাস দিয়েছিল চব্বিশ ঘণ্টাই। বিশ্বের সর্ববৃহত্‍ কার্নিভাল । আগামী দিনে আরও বড় হবে এই কার্নিভাল। অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে বললেন মুখ্যমন্ত্রী। আগামী বছর পচাত্তরটি পুজো কমিটিকে আমন্ত্রণ জানানো হবে বলে ঘোষণা।