ওয়েব ডেস্ক: আকাশে এক বিরল দৃশ্য। সূর্যের চারপাশে উজ্জ্বল বলয়। ঠিক যেন গোলাকার রামধনূ। আজ সকাল থেকেই আকাশে এই বিরল দৃশ্যে তোলপাড় পড়ে যায়। পথচলতি মানুষের চোখ আকাশের দিকে। শুধু পথচলতি মানুষই নয়, কলকাতার বিভিন্ন অফিস, বাড়ি থেকেও বেরিয়ে আসেন মানুষ। বিরল এই দৃশ্যের সাক্ষী থাকতে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জ্যোতির্বিজ্ঞানীদের মতে, বায়ুমণ্ডলে বাতাসের গতি খুব কম থাকলে বরফের কণা একটি নির্দিষ্ট রূপে সজ্জিত হয়। এর ওপর সূর্যের আলো পড়লে প্রতিসরণ ঘটে। তখন সূর্যের আলো সাতটি রঙে ভেঙে যায়। চারপাশে রামধনূর মতো বলয় তৈরি হয়। বরফের ক্রিস্টালের ওপর সূর্যের আলো পড়ে সাতটি রঙে ভেঙে গিয়ে এই বলয় তৈরি হয়। আলোকিত এই বলয়ের নাম সৌরবলয় বা সোলার হালো।