নিজস্ব প্রতিবেদন: ফের ঘর ছাড়া আরও এক বৃদ্ধা। ষাটোর্ধ মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল পুত্র ও পুত্রবধূর বিরুদ্ধে। এবার ঘটনাস্থল লেকটাউনের কালিন্দি এলাকা। অসহায় বৃদ্ধা দমদম থানার দ্বারস্থ হলেও, পুলিস কোনও ব্যবস্থা নেয়নি বলেই অভিযোগ। জানা গিয়েছে ২০১৮ সালে স্বামীকে হারান বিমলা খান্না। সেই থেকে ছেলে ও বৌমার সঙ্গেই থাকতেন ৬৩ বছরের বৃদ্ধা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: সন্তানরা আবর্জনার মতো ছুড়ে ফেলে দিয়েছে, মায়ের সম্মানে বৃদ্ধাকে নিয়ে গেল পুলিস


স্বামী ছিলেন একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কর্মী। অভিযোগ, স্বামীর মৃত্যুর পর থেকেই বৃদ্ধার ওপর অত্যাচার শুরু করে তাঁর ছেলে অর্চিত খান্না এবং পুত্রবধূ শ্রেয়া। কেউ প্রতিবাদ করলে, তাঁদের বিরুদ্ধে থানায় অভিযোগ জানাতেন অভিযুক্ত খান্না দম্পতি। বৃহস্পতিবার স্থানীয়দের সহায়তায় বাড়িতে সিসিটিভি লাগান বৃদ্ধা। শুক্রবারই বিমলাদেবীকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ।


দিন কয়েক আগেো একই ছবি ধরা পড়েছিল কাটোয়ায়। অজয় নদের কাছে এক দূর্গা মন্দির থেকে উদ্ধার করা হয় অসহায় এক বৃদ্ধার। জানা যায়, ছেলে মেয়ের অত্যাচারেই ঘর ছাড়া হয়েছিলেন বৃদ্ধা। অসহায় বৃদ্ধার চিকিৎসার ভার নেয় কাটোয়া পুলিস।