নিজস্ব প্রতিবেদন: ভোটের আগে ঘনঘন বাংলায় আসবেন অমিত শাহ ও জেপি নাড্ডা। সকালে নিউটাউনে ইকোপার্কে প্রাতঃভ্রমণ সেরে এমন দাবিই করলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। মেদিনীপুরের পর আজ বোলপুর গন্তব্য শাহের। এ দিন দিলীপ ঘোষকে প্রশ্ন করা হয়, বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি যোগ দিতে চাইলে কি নেবেন? বিজেপির রাজ্য সভাপতির মন্তব্য,'উনি কাউকে বলে থাকলে ভেবে দেখব আমরা'। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শনিবার নিউটাউনের হোটেলে বিজেপি নেতাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। ওই বৈঠকে দলের রণনীতি নিয়ে আলোচনা হয়েছে বলে খবর। পরের মাসে ৩ দিন করে বাংলায় আসবেন জেপি নাড্ডা ও অমিত শাহ। সে নিয়ে দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন,'কাজের পর্যালোচনা করা হয়েছে। বিভিন্ন মন্ত্রী, পর্যবেক্ষকরা এখানের নির্বাচনের প্রস্তুতি দেখছেন। সেই কাজ কতদূর এগিয়েছে, তা নিয়ে কথা হয়েছে।' বৈঠকে তেমন কিছু সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে দাবি দিলীপের। তবে এবার থেকে বাংলায় আরও বেশিদিন থাকবেন অমিত শাহ। বিজেপির রাজ্য সভাপতির কথায়,'প্রতি মাসেই উনি আসবেন। এরপর দিন বাড়বে। দু'দিন থাকছিলেন। এবার ৩ দিন থাকবেন। এক সপ্তাহ পর্যন্ত থাকতে পারেন।'


শোনা যাচ্ছে, আজ বোলপুরে তৃণমূলের দুই বিধায়ক যোগ দেবেন? দিলীপের জবাব,'আমার জানা নেই। কেউ চলে আসতেও পারেন।' শাসক দলের আর কেউ যোগাযোগ করেছেন? দিলীপ বলেন,'অনেকেই যোগাযোগ করছেন। আগামী দিনে আরও বাড়বে। আপনারা ধীরে ধীরে দেখতে পারবেন।'


অনুব্রত কি আপনাদের দলে আসছেন? বিজেপির রাজ্য সভাপতির প্রতিক্রিয়া, 'আমার সঙ্গে যোগাযোগ করেননি। যদি উনি কাউকে বলে থাকলে ভেবে দেখব আমরা।' প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার আগে পর্যন্ত দিলীপের বক্তব্যের প্রেক্ষিতে অনুব্রত মণ্ডলের প্রতিক্রিয়া আসেনি।


আরও পড়ুন- বাংলার মাটির মানুষই BJP-র আগামী মুখ্যমন্ত্রী, স্পষ্ট করলেন Amit Shah