বাংলার মাটির মানুষই BJP-র আগামী মুখ্যমন্ত্রী, স্পষ্ট করলেন Amit Shah

মমতা বন্দ্যোপাধ্যায়ের বহিরাগত আক্রমণের জবাব শাহের।

Updated By: Dec 19, 2020, 08:31 PM IST
বাংলার মাটির মানুষই BJP-র আগামী মুখ্যমন্ত্রী, স্পষ্ট করলেন Amit Shah

নিজস্ব প্রতিবেদন: বাংলায় বিজেপির মুখ্যমন্ত্রী হবেন এ রাজ্যের ভূমিপুত্রই। তৃণমূলের 'বহিরাগত' আক্রমণের জবাবে শনিবার স্পষ্ট করলেন অমিত শাহ (Amit Shah)। মনে করিয়ে দিলেন,'এই বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের। তাঁর কাছে গোটা বিশ্ব একটা ঘর। এই ধরনের সংকীর্ণ রাজনীতি আগে হয়নি বাংলায়।'             
 
বিধানসভা ভোট ঘনিয়ে আসতে সর্বশক্তি নিয়ে বাংলায় ঝাঁপিয়ে পড়েছে গেরুয়া শিবির। বাংলার বাইরে থেকে আসছেন অভিজ্ঞ নেতারা। তারপরই বিজেপির কেন্দ্রীয় নেতাদের বহিরাগত বলে নিশানা করতে শুরু করেছে তৃণমূল (TMC)। দলের নেতারা বলছেন,'বাঙালিদের উপরে অবাঙালি নেতৃত্বকে বসিয়ে দিতে চাইছে বিজেপি (BJP)।' তৃণমূল নেত্রী বলেছেন,'যাঁরা বাংলার বাইরে থেকে হিংসা ছড়াতে আসছেন, তাঁরাই বহিরাগত।' এনিয়ে অমিত শাহের প্রতিক্রিয়া,'অমিত শাহ তো নির্বাচনে লড়াই করবে না। তা বলে আমি এখানে প্রচারে আসতে পারব না! মানুষের সঙ্গে কথা বলতে পারব না! এটা তো বাংলার সংস্কৃতি নয়। এই ভূমি রবীন্দ্রনাথ ঠাকুরের। তাঁর কাছে সারা বিশ্ব একটাই ঘর। এমন সংকীর্ণ রাজনীতি আগে হয়নি। তাও বলব মমতা দিদি চিন্তা করবেন না। আপনার বিরুদ্ধে বাংলার বিজেপি কর্মীরাই লড়াই করবে। তাঁরাই আপনাকে হারাবে।'

বিজেপি ক্ষমতায় আসলে বাংলার ভূমিপুত্রই যে মুখ্যমন্ত্রী হবেন, তাও জানিয়ে দিয়েছেন শাহ। তাঁর কথায়, 'এই মাটির মানুষই হবেন মুখ্যমন্ত্রী।' কে হবেন? তা অবশ্য ভাঙতে চাইলেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর মন্তব্য, 'যে কেউ হতে পারেন।'

বাংলায় বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে? সৌরভ গঙ্গোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীকে নিয়ে চলছে জোর জল্পনা। শুভেন্দু এ দিনই বিজেপিতে যোগ দিলেন। স্বাভাবিকভাবে আগামী দিনে সেই জল্পনা তীব্রতর হবে। ইতিউতি ভাসছে মুকুল রায় ও দিলীপ ঘোষের নামও। তবে ভোটের আগে কাউকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করতে চায় না গেরুয়া শিবির। কৈলাস বিজয়বর্গীয় সম্প্রতি বলেছিলেন,'নরেন্দ্র মোদীর মুখেই ভোটে যাবে বিজেপি।' এর আগেও একাধিক রাজ্য়ে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী আগে থেকে কাউকে ঠিক করা হয়নি। নরেন্দ্র মোদীই ছিলেন প্রচারমুখ। পশ্চিমবঙ্গেও ঝুঁকি না নিয়ে সেই পথেই হাঁটতে চলেছে গেরুয়া শিবির। ভোটের পরই বেছে নেওয়া হবে, মুখ্যমন্ত্রী। সেই মুখ বাংলার ভূমিপুত্রই যে হবেন, তা জানিয়ে দিলেন শাহ। তাঁর আত্মবিশ্বাসী মন্তব্য,'আমরা সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে সরকার গঠন করব।'

আরও পড়ুন- মা বলতে হলে ভারত মাতাকে বলব, অন্য কাউকে নয়, পাল্টা Suvendu                                       

   

.