নিজস্ব প্রতিবেদন: তৃণমূল, সিপিএম ও কংগ্রেসের ১০৭জন বিধায়ক বিজেপিতে যোগদান করতে চলেছেন বলে দাবি করলেন মুকুল রায়। তার পাল্টা শুভ্রাংশু রায়ের তৃণমূলের প্রত্যাবর্তনের জল্পনা উস্কে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গত ২৮ মে দিল্লিতে গিয়ে বিজেপিতে নাম লেখান কাঁচরাপাড়া পুরসভার ১৭জন কাউন্সিলর। কিন্তু ২ মাস কাটার আগেই ওই পুরসভাটি পুনর্দখল করল তৃণমূল। আগেই যোগদান করেছিলেন ৫ জন কাউন্সিলর। শনিবার যোগ দিলেন আরও ৯জন। ওদিকে আবার মুকুল রায় দাবি করেছেন, প্রত্যাবর্তন রণনীতির অংশ। অভিষেকের বক্তব্য, রণনীতিই যদি হয়, তাহলে কাউন্সিলরদের দলে নিলেন কেন?



এরপরই অভিষেকের কটাক্ষ, উনি সর্বভারতীয় নেতা। নিজের পাড়াই  বাঁচাতে পারছেন না। ১০ জন কাউন্সিলর রক্ষা করতে পারলেন না। অথচ ১০৭ জন বিধায়ক ভাঙাবেন! ঘরে নেই নুন, ছেলে আমার মিঠুন।  


জল্পনা উস্কে অভিষেকের মন্তব্য, ছেলেটাকে রাখতে পারবেন তো! বলে রাখি, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন মুকুলপুত্র তথা বীজপুরের বিধায়ক শুভ্রাংশু রায়।


আরও পড়ুন- পার্কস্ট্রিটে মেট্রোর দরজায় আটকে গেল হাত, ছুটল ট্রেন, ভয়াবহ মৃত্যু যাত্রীর