নিজস্ব প্রতিবেদন: রাতে তাপমাত্রা সামান্য বাড়লেও দিনের তাপমাত্রা স্বাভাবিক রয়েছে শহর কলকাতায়। তবে শীতের আমেজ বাড়বে ৪৮ ঘণ্টা পর থেকে। কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ। সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক। বাতাসে আদ্রতার পরিমাণ ৪৫ থেকে ৯৯ শতাংশ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আগামী ৪৮ ঘণ্টায় সিকিম সংলগ্ন উত্তরের জেলাগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে রাজ্যের অন্যত্রও। হালকা কুয়াশাও দেখা যেতে পারে রাজ্যের বিভিন্ন জায়গায়।


আরও পড়ুন- ATM জালিয়াতি : বিট কয়েনের মাধ্যমে টাকা লেনদেন, জেরায় কবুল ধৃত রোমানিয়ানের


আগামী ৪৮ ঘণ্টায় ব্যাপক তুষারপাতের সম্ভাবনা জম্মু-কাশ্মীর,উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও শিলাবৃষ্টিসহ সামান্য ঝোড়ো হাওয়া বইতে পারে পাঞ্জাব-হরিয়ানা-চন্ডিগড়-দিল্লি এবং পশ্চিম উত্তর প্রদেশে। ফলে পশ্চিমী ঝঞ্ঝা শক্তি বাড়িয়ে শীত নিয়ে আসবে এরাজ্যে এমনটাই মনে করছেন আবহাওয়াবিদরা।