জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:  ফের ধর্ষণ, সঙ্গে প্রাণনাশের হুমকিও! গ্রেফতার অভিযুক্ত। নির্যাতিতার স্বাস্থ্য পরীক্ষার করা হল এসএসকেএম হাসপাতালে। তদন্ত শুরু করেছে পুলিস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  Sandip Ghosh: 'লুকানো' ল্যাপটপে নগ্ন পুরুষের ছবির ছড়াছড়ি! বিস্ফোরক প্রমাণে সন্দীপকে নিয়ে জোরালো সন্দেহ...


পুলিস সূত্রের খবর, ধৃতের নাম সুমিত আগরওয়াল। বাড়ি, হাওড়ায়। পেশায় তিনি ব্য়বসায়ী। আকড়া রোডের এওয়ান মার্কেটের দোকান চালান সুমিত। অভিযোগ, সেই দোকানের বছর তেইশের ওই তরুণীকে ধর্ষণ করেন অভিযুক্ত। কবে? জুলাই মাসের শেষে দিকে। পরিবারে লোকেদের দাবি, ঘটনার কথা কাউকে জানালে নির্যাতিতা প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিল। সেকারণে বাড়িতে কিছু বলেননি ওই তরুণী। 


বিষয়টি জানার পর মঙ্গলাবার ওয়াটগঞ্জ থানায় অভিযোগ জানান নির্যাতিতার বাবা। সেদিন রাতেই অভিযুক্তকে ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিস। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৬৪(২) ধারায় ধর্ষণ, ও ৭৪/৩৫১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। 


এদিকে আরজি করকাণ্ডে প্রতিবাদে পথে নেমেছেন শহরবাসী। আন্দোলনের ঢেউ আছড়ে পড়ছে রাজপথে। দোষীদের শাস্তির দাবিতে যখন জোরালো হচ্ছে, তখনই ফের ধর্ষণের ঘটনা ঘটল কলকাতায়।


আরও পড়ুন:  Necrophilia | R G Kar Case: মৃতদেহকেই ধর্ষণ, শবের সঙ্গে সহবাস! আরজি কর বিতর্কে আসছে নেক্রোফিলিয়ার প্রসঙ্গও...



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)