ওয়েব ডেস্ক : সল্টলেকের সুকান্তনগরে মহিলার আত্মহত্যার ঘটনা। প্ররোচনা দেওয়ার অভিযোগে স্বামী ও শাশুড়িকে গ্রেফতার করল নিউটাউন দক্ষিণ থানার পুলিস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গত সোমবার বাপের বাড়ি থেকে প্রমীলা সর্দারের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ভালোবেসে অরূপ সিংহকে বিয়ে করেছিলেন প্রমীলা। অভিযোগ, সেই সম্পর্ক মেনে নিতে পারেননি শাশুড়ি সরলাদেবী। বিয়ের পর থেকেই শারীরিক-মানসিক নির্যাতন চলত প্রমীলা সর্দারের ওপর। গত সোমবার ঝামেলার পরই বাপের বাড়ি চলে আসেন প্রমীলা সর্দার। ধৃতদের আজ বিধাননগর আদালতে তোলা হয়।


আরও পড়ুন, ঘুষ না পেয়ে জামিনে মুক্ত অভিযুক্তকে বেধড়ক পেটাল কারারক্ষীরা