ওয়েব ডেস্ক: সংস্থার ক্লায়েন্টদের গুরুত্বপূর্ণ তথ্য চুরির অভিযোগে এক কর্মীকে গ্রেফতার করল পুলিস। গতকাল বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইম শাখা রাসবিহারী থেকে অখিলেশ শাহ নামে ওই কর্মীকে গ্রেফতার করে। শুধু তথ্য পাচার নয় অখিলেশের বিরুদ্ধে কোম্পানির টাকা লোপাটেরও অভিযোগ উঠেছে।


জানা গিয়েছে, বিধাননগরের ওই সংস্থার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে একটি মার্কিন সংস্থার। অভিযোগ উঠেছে যে, বিধাননগরের সংস্থাটি বন্ধ হয়ে যাচ্ছে বলে বিদেশী ক্লায়েন্টদের ভুয়ো তথ্য দেন অখিলেশ। টাকা ফেরত দেওয়ার কথা বলে কৌশলে জেনে নেন সেইসব ক্লায়েন্টদের অ্যাকাউন্ট নম্বর। হাতিয়ে নেন কয়েক কোটি টাকাও।