নিজস্ব প্রতিবেদন: আমপানের জেরে ভেঙেছিল একাধিক বাঁধ। তার পর মেরামতি করা হয়েছিল। ইয়াসের ধাক্কায় ভেঙে গিয়েছে বহু নদী ও সমুদ্র বাঁধ। এক বছরের মধ্যে কীভাবে বাঁধ ভাঙল, তা নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। সেচ দফতরের সচিবকে 'দু-কথা' শুনিয়ে অর্থ দফতরকে তদন্তের দিলেন নির্দেশ। একই সঙ্গে বন দফতরের ৫ কোটি ম্যানগ্রোভের চারা রোপনের সিদ্ধান্তের কী হল, তাও জানতে চেয়েছেন মুখ্যমন্ত্রী।     


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

                            


ইয়াসের ক্ষয়ক্ষতি নিয়ে সাংবাদিক বৈঠকের মাঝেই সেচ দফতরের সচিব নবীন প্রকাশকে মমতা (Mamata Banerjee) বলেন,''বিদ্যাধরী বাঁধ আজকেও ভেঙেছে। দিঘায় তোমরা যা করেছিলে, তার সবটাই ভেঙে গিয়েছে। হয়েছে তো দু-আড়াই বছর! জলের স্রোত ছিল তবে সবটাই কীভাবে ভাঙল? তোমরা নজরদারি করো? প্রতি বছরই বলছো, ৩টে ব্রিজ কমপ্লিট হচ্ছে। তোমার কংক্রিটের ওই ব্রিজ ভেঙে গেল কী করে? এটা তদন্ত হবে। অর্থ দফতর তদন্ত করবে।''


মমতা (Mamata Banerjee) আরও বলেন,''বিদ্যাধরী নদীর প্রত্যেকটা বাঁঘ ভেঙেছে। আমপানের পর কত টাকা দিয়েছিলে? তাহলে টাকাটা কি জলেই চলে যাচ্ছে? টাকা আমি জলে দেব, না জল আমি টাকা দিয়ে ঢাকব। কী করব? কোনটা হবে?'' 


এর পর অর্থ দফতরের সচিবকে মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) নির্দেশ, ''আমি অর্থ দফতরকে বলব। আমপানে কোন কোন জায়গা সারানো হয়েছে, তার কত শতাংশ ভাঙল,তা খতিয়ে দেখতে হবে। একদম সেচ দফতরকে টাকা দেবে না। একটা টাস্ক ফোর্স করো। টেন্ডার, যাবতীয় ব্যবস্থা দেখে টাকা দিতে হবে। সরকারের টাকা এত সস্তা নয়। প্রতিবছর ঝড়, বন্যা হবে। কোথা থেকে পাব?''


মাটির বাঁধ না দিয়ে গাছ লাগানোর পরামর্শও দেন মমতা (Mamata Banerjee)। গতবছর ৫ হাজার গাছ পোঁতার কথা বলা হয়েছিল। কত পোঁতা হয়েছে, তার হিসাব চান তিনি। তবে বন দফতরের কোনও প্রতিনিধি বৈঠকে হাজির ছিলেন না। মুখ্যমন্ত্রী বলেন,''আমি গাছের কথা বলেছি। ম্যানগ্রোভ বলল ৫ কোটি পুঁতবে। কোথায় পুঁতবে? গতবার বড় বড় ভাষণ দিল। ৫ কোটি ম্যানগ্রোভ পোঁতার কাজ ছিল।''


আরও পড়ুন- শুক্রবার কলাইকুণ্ডায় PM Modi-র সঙ্গে বৈঠকে Mamata, তুলতে পারেন 'অগ্রিম' আপত্তি