শুক্রবার কলাইকুণ্ডায় PM Modi-র সঙ্গে বৈঠকে Mamata, তুলতে পারেন 'অগ্রিম' আপত্তি

গতবার আমপানের পর কপ্টারে একসঙ্গে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখেছিলেন মোদী-মমতা (Narendra Modi-Mamata Banerjee)।

Updated By: May 27, 2021, 06:54 PM IST
শুক্রবার কলাইকুণ্ডায় PM Modi-র সঙ্গে বৈঠকে Mamata, তুলতে পারেন 'অগ্রিম' আপত্তি

নিজস্ব প্রতিবেদন: ইয়াসের ক্ষয়ক্ষতি পর্যালোচনায় শুক্রবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। ওড়িশা থেকে পূর্ব মেদিনীপুরে আসবেন তিনি। কুলাইকুণ্ডায় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদীর ডাকা বৈঠকে থাকবেন বলে বৃহস্পতিবার জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।     

এ দিন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) বলেন,''কাল প্রধানমন্ত্রী মিটিং ডেকেছেন কলাইকুণ্ডাতে। উনি ওড়িশার ৩টে জায়গায় যাচ্ছেন। ওড়িশা থেকে ফেরার পথে কলাইকুণ্ডায় নামবেন। আমি আর মুখ্যসচিব আগেই পরিদর্শনের পরিকল্পনা করেছি। হিঙ্গলগঞ্জ যাব। ওখানে জেলাশাসক-পুলিস সুপারের থেকে রিপোর্ট নেব। তার পর সাগর হয়ে কলাইকুণ্ডায় যাব।''

গতবার আমপানের পর কপ্টারে একসঙ্গে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখেছিলেন মোদী-মমতা। এবারও তেমনটা হওয়ার সম্ভাবনা থাকতে পারে। সেবার অগ্রিম ১০০০ কোটি টাকা দেওয়ার ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী (PM Modi)। ইয়াস-প্রস্তুতি নিয়ে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ও বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওই বৈঠকে রাজ্যকে ৪০০ কোটি টাকা অগ্রিম দেওয়ায় আপত্তি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বিষয়টি উত্থাপন করতে পারেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীর কাছে কি অর্থ বরাদ্দ বাড়ানোর দাবি করবেন? Zee ২৪ ঘণ্টার প্রতিনিধির প্রশ্নে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেছেন,''আমি কী বলব, আপনাকে আগে থেকে কী করে বলি!''

আরও পড়ুন- মধ্য জুন পর্যন্ত বাড়ানো হল বাধানিষেধ, নবান্নে ঘোষণা Mamata-র

.