ওয়েব ডেস্ক: ওলা বা উবেরের সঙ্গে পাল্লা দিতে এবার হলুদ ট্যাক্সির জন্যও অ্যাপ নিয়ে আসতে চলেছে একটি বেসরকারি সংস্থা। ট্যাক্সি সংগঠনের নেতাদের সঙ্গে এক প্রস্থ বৈঠকও হয়ে গিয়েছে এই বেসরকারি সংস্থার। অ্যাপ চালু হলে আদৌ কি মিটবে রিফিউজাল সমস্যা? সে প্রশ্নের অবশ্য সদুত্তর মেলেনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ফোনে বা মোবাইল অ্যাপসে যোগাযোগ করলেই বাড়ির দরজায় ট্যাক্সি। তাও আবার হলুদ ট্যাক্সির চেয়ে কখনও কখনও কম ভাড়াতেও। মাঝে আবার কিছু হলুদ ট্যাক্সিকেও তাঁদের সঙ্গে যুক্ত করে নেয় এমনই একটি বেসরকারি সংস্থা। তখন থেকেই প্রশ্নের মুখে দাঁড়ায় শহর কলকাতার হলুদ বা নো রিফিউজাল ট্যাক্সির ভবিষ্যত্‍। ট্যাক্সি সংগঠনের নেতারা চাইছিলেন বেসরকারি সংস্থাগুলির সঙ্গে পাল্লা দিতে একটি মোবাইল অ্যাপ চালু করার। তাঁদের সেই ইচ্ছা এবার বাস্তবে রূপ পেতে চলেছে। হলুদ ট্যাক্সির জন্য মোবাইল অ্যাপ তৈরি করে ফেলেছে একটি সংস্থা।


এই পরিষেবা পেতে প্লে স্টোর থেকে কোল ট্যাক্সি বলে একটি অ্যাপ ডাউনলোড করে নিতে হবে। অ্যাপে ক্লিক করলেই কাছাকাছি থাকা বেশ কয়েকজন ট্যাক্সি চালকের মোবাইল নম্বর পাওয়া যাবে। চালককে ফোন করে ডেকে নিলেই হাজির হয়ে যাবে ট্যাক্সি।


প্রশ্ন উঠছে, ট্যাক্সি চালকের সঙ্গে যদি যাত্রীকেই কথা বলে নিতে হয়, তাহলে এই অ্যাপে কি মিটবে রিফিউজাল সমস্যা? আটকানো যাবে কি ট্যাক্সি চালকদের অতিরিক্ত ভাড়ার দাবি? সে প্রশ্নের অবশ্য সদুত্তর মেলেনি।  প্রশ্ন থাকছে, ট্যাক্সি চালকদের মধ্যে এই অ্যাপ কতটা জনপ্রিয় হবে তা নিয়েও। তবে এই অ্যাপ চালু নিয়ে সোমবার একপ্রস্থ বৈঠক হয়েছে অ্যাপ নির্মাণকারী সংস্থা ও ট্যাক্সি সংগঠনের নেতাদের। আরও এক দফা বৈঠকের পর চূড়ান্ত হবে এই অ্যাপ।