নিজস্ব প্রতিবেদন : নাকে বোঁটকা দুর্গন্ধ আসতেই সন্দেহ হয় এলাকাবাসীর। খালের জলে কেউ কোনও প্রাণীর মৃতদেহ ফেলে দিয়ে গিয়েছে বলে সন্দেহ হয় স্থানীয়দের। কিন্তু গন্ধ কোথা থেকে আসছে, খোঁজ নিতে গিয়েই চক্ষু থ হয়ে যায়। খালের জলে পড়ে রয়েছে এক যুবকের দেহ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, বড় বউদির সঙ্গে স্বামীর 'সম্পর্ক' ভালো ঠেকেনি যুবতী স্ত্রীর! বিয়ের ১১ মাসের মাথায় এটাই ঘটল


ঘটনাটি ঘটেছে বানতলায়। বানতলার খানবেড়িয়ার খাল থেকে এদিন উদ্ধার হয় এক যুবকের দেহ। স্থানীয়দের প্রথম দেহটিকে খালের জলে ভাসতে দেখেন। যুবকের পরনে ছিল জিনস ও উইন্ডচিটার। বয়স বছর ৩৫। কিন্তু, যুবকের নাম, পরিচয় কিছুই জানা যায়নি। খালের জলে দেহ পড়ে থাকতে দেখেই প্রগতি ময়দান থানায় খবর দেওয়া হয়। পুলিস এসে মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহ উদ্ধারের পর নীলরতন সরকার মেডিক্যাল কেলেজ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।


আরও পড়ুন, গৃহশিক্ষকের সঙ্গে প্রেম দশম শ্রেণির ছাত্রীর, প্রেমিক বাড়িতে এসে জানাল 'বিপদ ঘটে গেছে'!


যুবককে খুন করা হয়েছে, এটা নিশ্চিত। কিন্ত কে বা কারা ওই যুবককে খুন করল? সে সম্বন্ধে এখনও কিছু জানা যায়নি। ইতিমধ্যেই এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিস। প্রাথমিকভাবে পুলিস মনে করছে, খুনের পর দেহ এনে খালে ফেলা হয়। দেহটি দিন দুয়েকের পুরনো। কারণ জলে ফুলে উঠেছে দেহ। দেহটি শনাক্তের জন্য খোঁজ শুরু করেছে পুলিস।