নিজস্ব প্রতিবেদন : বিমানের মধ্যেই মৃত্যু যাত্রীর। ঘটনাটি ঘটেছে কলকাতা বিমানবন্দরেই। মৃতের নাম হিমাংশু চন্দ্র দাস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, দীপাবলির সকাল থেকেই দক্ষিণেশ্বর স্কাইওয়াকে ভক্তের ভিড়


জানা গিয়েছে, সোমবার সকালে ৯টার বিমানে শিলচর থেকে কলকাতা আসেন হিমাংশু চন্দ্র দাস। তারপর কলকাতা থেকে চেন্নাই উড়ে যাওয়ার কথা ছিল তাঁর। দুপুর আড়াইটের সময় ছিল চেন্নাইয়ের বিমান। যথা সময়ে চেন্নাইয়ের বিমানও ধরেন শিলচরের যুবক। কিন্তু বিমানে ওঠার পর থেকেই অসুস্থ বোধ করতে থাকেন হিমাংশু।


আরও পড়ুন, সবরীমালার মতো বীরভূমের এই কালী মণ্ডপে প্রবেশাধিকার পান না মহিলারা


এয়ার ইন্ডিয়ার বিমানের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন হিমাংশু দাস। বিমানের সিটে লুটিয়ে পড়েন তিনি। তড়িঘড়ি তাঁকে বিমান থেকে নামিয়ে আর জি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিত্সকরা মৃত বলে ঘোষণা করেন ৩০ বছরের যুবককে। হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু বলেই প্রাথমিকভাবে জানিয়েছেন চিকিত্সকরা।


আরও পড়ুন, ভক্তদের চটাতে সাহসে কুলোয়নি? আয়াপ্পার মন্দিরে পঞ্চাশের উপরে মহিলা পুলিস কর্মী মোতায়েন