নিজস্ব প্রতিবেদন : শিক্ষা। আঁধার ঘুচিয়ে আলোকপথের দিশা দেখায় এই শিক্ষা। মানব মননকে বিকশিত করে সঠিক শিক্ষা-ই। আর মানুষে মনের প্রসার ঘটলেই সম্ভব সমাজের উত্তরণ। সেই শিক্ষাক্ষেত্রে অগ্রণীদের এবার কুর্নিশ জানানোর পালা। এডুকেশন এক্সেলেন্স ২০২২। শিক্ষাক্ষেত্রে সেরাদের স্বীকৃতি দেওয়ার এক মঞ্চ এডুকেশন এক্সেলেন্স। শিক্ষাজগতে যাদের অবদান অনস্বীকার্য, শুক্রবার দিনভর তাদেরই সম্মান জানাচ্ছে Zee ২৪ ঘণ্টা। জাতীয় শিক্ষানীতি থেকে কোভিড পরবর্তী সময়ে বদলে যাওয়া শিক্ষার ছবি। কেমন হওয়া উচিত শিক্ষার পরিকাঠামো? দিনভর Zee ২৪ ঘণ্টায় আলোচনা ও বিশ্লেষণ। সঙ্গে গত শিক্ষাবর্ষে সেরাদের সম্মান প্রদান। চলুন দেখে নেওয়া যাক কে কী বললেন?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


আরও পড়ুন, Battle of Plassey: 'বিশ্বাসঘাতকে'র গ্নানি নিয়েই কাটছে জীবন! মুর্শিদাবাদে খোঁজ মিলল মীরজাফরের বংশধরের


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)