Mamata On Union Budget 2022-23: `শূন্য, পেগাসাস-বাজেট`, তীব্র সমালোচনা মমতার, `দিশাহীন` বললেন অমিত
বাজেট নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা
নিজস্ব প্রতিবেদন: বাজেটের তীব্র সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় (CM Mamata Banerjee)। চলতি অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটকে (Union Budget 2022-23) 'পেগাসাস-বাজেট' বলে তোপ দাগলেন তিনি। 'বাজেটে কর্মসংস্থানের দিশা নেই', সমালোচনা অর্থ উপদেষ্টা তথা প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র্রর (Amit Mitra)।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের (Finance Minister Nirmala Sitharaman) বাজেট পেশের পরেই মঙ্গলবার ট্যুইট করেন মুখ্যমন্ত্রী। সেখানে মমতা বন্দ্য়োপাধ্যায় (CM Mamata Banerjee) বলেন, "সাধারণ মানুষের জন্য শূন্য বাজেট। বাজেটে শুধু বড় বড় কথা বলা হয়েছে। বাজেটে তাৎপর্যপূর্ণ কিছু নেই। এটা পেগাসাস-বাজেট।"
বাজেটের সমালোচনায় অর্থ উপদেষ্টা তথা প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র্র (Amit Mitra) বলেন, "আজ বেকারত্বের হার ৮ শতাংশ। এই সময়কালে ১.২ কোটি মানুষ চাকরি হারিয়েছেন। ৩ কোটি বেকার। এই বাজেটে তাঁদের কর্মসংস্থানের কোনও দিশা নেই। ইকনমিক সার্ভে বলছে জিডিপি গ্রোথ হবে ৮-৮.৫ শতাংশ । কিন্তু মাননীয়া অর্থমন্ত্রী বলছেন জিডিপি গ্রোথ ৯.২ শতাংশ হবে। কীভাবে ধার শোধ হবে সেই বিষয়ে বাজেটে কোনও দিশা নেই।" এখানেই শেষ নয়, কেন্দ্রীয় বাজটকে 'বিবেচনাহীন' বলেও কটাক্ষ করেছেন অমিত মিত্র্র (Amit Mitra)।
আরও পড়ুন: Toto: রাজ্যজুড়ে বেআইনি টোটো নিয়ে সরকারকে 'কড়া' নির্দেশ হাইকোর্টের