নিজস্ব প্রতিবেদন: ফেলুদার ছিলেন সিধু জ্যাঠা, আমাদের আছে গুগল! রান্নার রেসিপি থেকে বাঘের দুধের দাম, খেলার সময়সূচী থেকে যৌনতা আর কাম— সবেরই উত্তর পাওয়া যায় গুগলের থেকে। বিশেষত, যে বিষয়গুলি নিয়ে বাড়ির আর পাঁচ জনের সঙ্গে আলোচনা করা যায় না, সে সব বিষয়ে কৌতুহল মেটানোর একমাত্র ঠিকানা গুগল। যেমন, যৌনতার বিষয়ে কৌতূহল কম-বেশি প্রায় সকলের মধ্যেই রয়েছে। বর্তমানে স্মার্টফোন আর ইন্টারনেটের যুগে কৌতূহল মেটানো এখন অনেকটাই সহজ হয়ে গিয়েছে। আর এ ক্ষেত্রেও ভরসা সেই গুগলেই। আসুন আজ জেনে নেওয়া যাক যৌনতার বিষয়ে কোন প্রশ্নগুলি গুগলে সবচেয়ে বেশি জানতে চাওয়া হয়!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

যৌনতা বিষয়ে এই ১০টি প্রশ্ন গুগলে হামেশাই করা হয়:


১) কোনও দোকানে গিয়ে কনডোম কেনার ক্ষেত্রে ন্যূনতম বয়সসীমা কত?


২) মেয়েদের অর্গ্যাজম বা যৌন উত্তেজনা বাড়ানোর উপায় কী?


৩) যৌনরোগ কী?


৪) যৌন সংসর্গে কি সব সময়েই সংক্রংণের ভয় থাকে?


৫) যৌন সম্পর্কের ক্ষেত্রে সংক্রমণ এড়ানোর উপায় কী?


আরও পড়ুন: সাম্বর একেবারেই দক্ষিণ ভারতীয় খাবার নয়! ...জানতেন?


৬) পুরুষাঙ্গ স্বাভাবিক ভাবে লম্বা বা দীর্ঘ করার উপায় কী?


৭) পুরুষাঙ্গ মাপার সঠিক পদ্ধতি কী?


৮) কত ক্ষণ ধরে স্বাভাবিক ভাবে সেক্স (যৌন সঙ্গম) করা সম্ভব?


৯) স্বাভাবিক ভাবে যৌন উত্তেজনা বা কামেচ্ছা বাড়ানোর উপায় কী?


১০) হারপিস (যৌনরোগ) থেকে পরিত্রাণের উপায় কী?