ব্যুরো: ভাগ্য সর্বদাই রহস্যময়। আর এই রহস্যভেদের একমাত্র চাবিকাঠি হল রাশি। এমনটাই মনে করেন অনেকে। নিজের রাশি দিয়ে মিলিয়ে নিন আপনি কতটা সৌভাগ্যের অধিকারী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

স্যাজিটেরিয়াস (ধনুরাশি): জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে স্যাজিটেরিয়াস রাশির মানব-মানবীরাই সবথেকে বেশি সৌভাগ্যের অধিকারী হন। যেহেতু এই রাশি বৃহস্পতি দ্বারা নিয়ন্ত্রিত তাই এই রাশির 'লাক ফ্যাক্টর' গগনচুম্বী। 


পাইসেস (মীনরাশি): নেপচুন গ্রহ দ্বারা নিয়ন্ত্রিত পাইসেস রাশিকেও সৌভাগ্যের অধিকারীর তালিকায় রেখেছেন বিশেষজ্ঞরা। এই রাশির মানুষ সর্বদাই আনন্দের মধ্যে থাকতে পছন্দ করেন। এনারা সাধারণত ভয়ডরহীন কর্মশক্তির অধিকারী হয়ে থাকেন। 


অবশ্যই পড়ুন- 'সেক্স-এ বুদ্ধি বাড়ে', প্রমাণ করল ব্রিটিশ গবেষণা


টরাস (বৃষরাশি): কর্মক্ষেত্রে টরাস অর্থাৎ মেষরাশির মানুষের ভাগ্যের কোনও তুলনাই হয় না। অফিসে এই রাশির মানুষের সঙ্গে বন্ধুত্ব নানা ক্ষেত্রেই উপকারে আসে। 


ক্যানসার (কর্কটরাশি): বিশেষজ্ঞদের মতে এই রাশির মানুষ সব সময়ই উষ্ণ সম্পর্কে বিশ্বাস করেন। এদের মধ্যে নাকি সর্বদাই একটা 'লাকি চার্ম' কাজ করে।