ওয়েব ডেস্ক: ৫ তলার ওপর থেকে স্লাইড করে সেকেন্ডের মধ্যে একেবারে এক তলায়। কী? ভাবলেই কেমন থ্রিলিং মনে হচ্ছে তো! মলের ভিতরেই ড্রাগন স্লাইড। ৫ তলায় স্লাইডের ভিতর ঢুকে পড়লেই এক ধাক্কায় একেবারে একতলায়। ভয় তো আছেই, সঙ্গে আছে থ্রিলও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শাংহাইতে এক শপিং মলের ভিতরে এই থ্রিলেই মজে চিনারা। শুধু যে চিনের মানুষই যে এই মজায় মেতেছেন তেমনটা নয়। ভিনদেশীরাও ওই শপিং মলে আসেন ফ্রি ড্রাগন স্লাইডের সফর করতে। ২০ মিটার উচ্চতার এই ড্রাগন রাইডে ৫ তলা থেকে একতলায় নেমে আসতে সময় লাগে মাত্র ১৬ সেকেন্ড। চিনের ওই শপিং মলে ড্রাগন স্লাইডের থ্রিল নিতে কোনও টাকা লাগে না, একেবারেই ফ্রি। কেবলমাত্র রাইডারের বয়স হতে হবে তিন ঊর্ধ্ব।  


ড্রাগন স্লাইডের সফর করে অনেকেই বলছেন, "ড্রাগন স্লাইডের রাইডটাই মৃত্যুর কারণ হতে পারে"। আবার অনেকে মজা করে বলছেন, ড্রাগন স্লাইডে সফর করলে 'আগুন লাগতে পারে নিতম্বদেশে'।