পাকিস্তান যা যা রফতানি করে
পৃথিবীর প্রায় প্রতিটি দেশই কিছু না কিছু পন্য বা ফল বা শস্য আমদানি ও রফতানি করে থাকে। কারণ কোনও দেশই নিজের চাহিদার সবটা নিজে নিজে পূরণ করতে পারে না। পাকিস্তানও বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন জিনিস রফতানি করে থাকে। দেখে নিন ভারতসহ পৃথিবীর একাধিক দেশে পাকিস্তান কী কী রফতানি করে-
ওয়েব ডেস্ক: পৃথিবীর প্রায় প্রতিটি দেশই কিছু না কিছু পন্য বা ফল বা শস্য আমদানি ও রফতানি করে থাকে। কারণ কোনও দেশই নিজের চাহিদার সবটা নিজে নিজে পূরণ করতে পারে না। পাকিস্তানও বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন জিনিস রফতানি করে থাকে। দেখে নিন ভারতসহ পৃথিবীর একাধিক দেশে পাকিস্তান কী কী রফতানি করে-
১) চামচ, কাঁটা চামচ, ছুঁড়ি (মাখন লাগানোর) ইত্যাদি।
২) কার্পেট। মূলত লাহর অঞ্চলে এই শিল্পগুলি গড়ে উঠেছে।
৩) ফলুটবল। পাকিস্তানের শিয়ালকোট ফুটবল তৈরির জন্য বিখ্যাত।
৪) আম এবং কমলালেবু। প্রধানত, পঞ্জাব প্রদেশে এই ফলগুলি উত্পাদিত হয়।
আরও পড়ুন- পাকিস্তানের সেনা অভ্যুত্থানে মদত দেওয়ার কোনও ইচ্ছাই নেই: ইমরান খান
৫) পাকিস্তানের বস্ত্র বয়ন শিল্পও অত্যন্ত উন্নতমানের। বিশ্বের বিভিন্ন দেশে পোশাক ও তুলো রফতানি করে থাকে পাকিস্তান।