জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সপ্তম বেতন কমিশনের অধীনে কেন্দ্রীয় কর্মীদের মহার্ঘ ভাতা (ডিএ হাইক) বছরে দুবার বৃদ্ধি করা হয়। ডিএ কতটা বাড়বে, তা নির্ভর করে AICPI সূচকের উপর। বিশ্বের অনেক দেশই বর্তমানে মুদ্রাস্ফীতির সমস্যায় ভুগছে। দেশের মুদ্রাস্ফীতির বিষয়ে, আরবিআই আশঙ্কা প্রকাশ করেছে যে আগামিদিনে মুদ্রাস্ফীতি আরও বাড়তে পারে। এই কারণেই নভেম্বর মাসে এই বার সময়ের আগেই মুদ্রানীতি তৈরি করতে চলেছে আরবিআই। তবে আগামী সময়ে ভালো মহার্ঘ ভাতা বৃদ্ধির সুযোগ রয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সেপ্টেম্বরের শেষ সপ্তাহে মহার্ঘ ভাতা (ডিএ হাইক) চার শতাংশ বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। এটি ১ জুলাই ২০২২ থেকে কার্যকর করা হয়েছে। DA-তে পরবর্তী সংশোধন হবে জানুয়ারী ২০২৩ থেকে। বিশেষজ্ঞরা বলছেন, মুদ্রাস্ফীতির কারণে আগামী দিনে আবারও মহার্ঘ ভাতা চার শতাংশ বাড়তে পারে। আশা করা হচ্ছে যে জানুয়ারিতে মহার্ঘ ভাতা বেড়ে ৪২ শতাংশ হবে।


মহার্ঘ ভাতার নিয়ম আছে ৫০ শতাংশে পৌঁছালেই তা ফের শূন্যে নামিয়ে আনা হবে। ২০১৬ সালে যখন সপ্তম বেতন কমিশন কার্যকর হয়, তখন মহার্ঘ ভাতা শূন্যে নেমে আসে। ৫০ শতাংশের হিসেবে কর্মচারীরা ভাতা হিসেবে যে টাকা পাবেন, তা মূল বেতনের সঙ্গে যোগ করা হবে। উদাহরণস্বরূপ, যদি মূল বেতন ১৮০০০ টাকা হয় তবে তিনি ৫০ শতাংশ ডিএ হিসেবে ৯০০০ টাকা পাবেন। কিন্তু ৫০ শতাংশের পর মূল বেতনের সঙ্গে তা যোগ করলে মহার্ঘ ভাতা আবার শূন্যে নামিয়ে আনা হবে।


আরও পড়ুন: Jagaddhatri Puja: জগদ্ধাত্রীমূর্তির ব্যাখ্যা জানেন? কেন দেবীর পদতলে হস্তী এবং এর উপরে সিংহ?


বিশেষজ্ঞরা আরও বলছেন যে নিয়ম হল কর্মচারীদের প্রাপ্ত সম্পূর্ণ ডিএ মূল বেতনের সঙ্গে যোগ করতে হবে। কিন্তু তা করতে গিয়ে অনেক সময় আর্থিক পরিস্থিতি বাধাপ্রাপ্ত হয়। যদিও, এটি ২০১৬ সালে করা হয়েছিল। ২০০৬ সালে, যখন ষষ্ঠ বেতন স্কেল কার্যকর হয়, তখন পঞ্চম বেতন স্কেলে ডিসেম্বর পর্যন্ত ১৮৭ শতাংশ ডিএ পাওয়া যাচ্ছিল। সম্পূর্ণ ডিএ মূল বেতনের সঙ্গে যুক্ত করা হয়েছিল।


বাড়ি ভাড়া ভাতা (এইচআরএ) এর পরবর্তী সংশোধনও হবে তিন শতাংশ। এইচআরএ বর্তমানে সর্বোচ্চ ২৭ শতাংশ থেকে বাড়িয়ে ৩০ শতাংশ করা হবে। কিন্তু, এটি তখনই সম্ভব যখন মহার্ঘ ভাতা (DA) ৫০ শতাংশ অতিক্রম করবে। স্মারকলিপি অনুসারে, যদি DA ৫০ শতাংশ অতিক্রম করে তাহলে HRA ৩০ শতাংশ, ২০ শতাংশ এবং ১০ শতাংশ হয়ে যাবে। বাড়ি ভাড়া ভাতা (HRA) এর বিভাগটি X, Y এবং Z শ্রেণীর শহর হিসেবে হয়।


X ক্যাটাগরিতে থাকা কেন্দ্রীয় কর্মচারী ২৭ শতাংশ HRA পায়। ৫০ শতাংশ DA হলে তা বেড়ে ৩০ শতাংশ হবে। একই সময়ে, Y ক্যাটাগরির লোকদের জন্য, এটি ১৮ শতাংশ থেকে বেড়ে ২০ শতাংশে হবে। জেড ক্যাটাগরির লোকদের জন্য তা নয় শতাংশ থেকে বেড়ে দশ শতাংশ হবে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)