ওয়েব ডেস্ক: আজকাল সেলিব্রেটি হওয়ার জন্য বিশেষকিছু করার প্র‌য়োজন পড়ে না। ‌যে কোনও কাউকে রাতারাতি সেলেব বানিয়ে দেওয়ার জন্য নেট দুনিয়াই ‌যথেষ্ঠ। এই ‌যেমনটা হল বছর ৩১ এর পাইলট ইভা ক্লেয়ারের ক্ষেত্রে। ককপিটে তাঁর জীবন‌যাপনের ছবি পোস্ট করে  সুন্দরি, সাহসি, অ্যাডভেঞ্চার প্রিয় ইভা হয়ে উঠেছেন সাম্প্রতিক ইনস্টাগ্রাম স্টার। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আলাপ করুন ইভা ক্লেয়ারের সঙ্গে...


 



হ্যাঁ, ইনিই হলেন সেই তারকা। ইনস্টাগ্রামে ‌যাঁর ফলোয়ার্সের  সংখ্যা প্রায় ৬৭ হাজার। নেদারল্যান্ডসের বাসিন্দা ইভা বোয়িং ৩৭৩ চালান। কাজের সুবাদের বেশিরভাগ সময়ই তাঁকে হংকং-এ কাটাতে হয়। তবে পাইলট হওয়ার দৌলতে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ‌যাওয়ার সৌভাগ্য হয়েছে ইভার। আল্পস থেকে সাহারা কোথায় ‌যাননি ইভা। ঘুরে বেড়িয়েছেন বিভিন্ন দুর্গম জায়গায়ও। আর ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে।  আর এতেই ধীরে ধীরে ইভা হয়ে উঠেছে ভ্রমণপিপাসুদের পছন্দের তারকা।










আর শুধু ভ্রমণপিপাসুই বা কেন ‌যেকোনও সাহসি মেয়েদের কাছেই ইভা আজ অনুপ্রেরণা। ইভার কথায় তাঁকে পাইলট হতে চায় এমন অনেক মেয়েরই নাকি রোলমডেল হয়ে উঠেছে সে।