SBI-এর পথেই HDFC, মধ্যবিত্তের মুখে হাসি ফুটিয়ে সুদ বাড়ল এফডি-তে
HDFC ব্যাংক FD-তে সুদের হার বাড়িয়েছে। HDFC ব্যাংকের ফিক্সড ডিপোজিটে (FD) নতুন সুদের হার বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২২ থেকে কার্যকর হবে। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বেসরকারি ঋণদাতা, দুই কোটি টাকার কম স্থায়ী আমানতের উপর সুদের হার বৃদ্ধির কথা ঘোষণা করেছে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দেশের শীর্ষ ঋণদাতা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) ফিক্সড ডিপোজিটের সুদের হার বাড়ানোর একদিন পরে, এইচডিএফসি ব্যাংকও একই পথ নিয়েছে। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বেসরকারি ঋণদাতা, দুই কোটি টাকার কম স্থায়ী আমানতের উপর সুদের হার বৃদ্ধির কথা ঘোষণা করেছে। ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, নতুন সুদের হারগুলি বৃহস্পতিবার অর্থাৎ ১৪ ডিসেম্বর ২০২২ থেকে কার্যকর হবে। এই সুদ বৃদ্ধির পরে, ১৫ মাস থেকে ১৮ মাসের কম সময়, ১৮ মাস থেকে শুরু করে ২১ মাসের কম সময় এবং ২১ মাস থেকে দশ বছরের কম সময়ে যে আমানত ম্যাচিয়োর করবে তাতে সাত শতাংশ সুদ পাবেন।
এইচডিএফসি ব্যাংকের ফিক্সড ডিপোজিটে সর্বশেষ সুদের হার
৭ থেকে ১৪ দিন ৩.০০ শতাংশ
১৫ থেকে ২৯ দিন ৩.০০ শতাংশ
৩০ থেকে ৪৫ দিন ৩.৫০ শতাংশ
৪৬ থেকে ৬০ দিন ৪.৫০ শতাংশ
৬১ থেকে ৮৯ দিন ৪.৫০ শতাংশ
৯০ দিন থেকে ৬ মাস ৪.৫০ শতাংশ
৬ মাস ১ দিন থেকে ৯ মাস ৫.৭৫ শতাংশ
৯ মাস ১ দিন থেকে ১ বছর ৬.০০ শতাংশ
১ বছর থেকে ১৫ মাস ৬.৫০ শতাংশ
১৫ মাস থেকে ১৮ মাস ৭.০০ শতাংশ
১৮ মাস থেকে ২১ মাস ৭.০০ শতাংশ
২১ মাস থেকে ২ বছর ৭.০০ শতাংশ
২ বছর ১ দিন থেকে ৩ বছর ৭.০০ শতাংশ
৩ বছর ১ দিন থেকে ৫ বছর ৭.০০ শতাংশ
৫ বছর ১ দিন থেকে ১০ বছর ৭.০০ শতাংশ
আরও পড়ুন: হঠাৎই SBI এর অ্যাকাউন্ট থেকে কাটা হয়েছে ১৪৭ টাকা? কেন এমনটা হচ্ছে জেনে নিন
এইচডিএফসি ব্যাংকের ফিক্সড ডিপোজিটে প্রবীণ নাগরিকদের জন্য সর্বশেষ সুদের হার
প্রবীণ নাগরিকরা HDFC ব্যাংক থেকে সাত দিন থেকে পাঁচ বছরের মধ্যে ম্যাচিয়োর হয় এমন আমানতে সাধারণ সুদের তুলনায় ৫০ বাসিস পয়েন্ট অতিরিক্ত সুদ পেতে পারেন। বৃহস্পতিবারের সুদ বৃদ্ধির পরে, প্রবীণ নাগরিকরা ৩.৫ থেকে ৭.৭৫ শতাংশ পর্যন্ত সুদ পাবেন। সাত দিন থেকে ১০ বছরের মধ্যের FD-তে এই সুদ পাবেন তাঁরা।
আরও পড়ুন: Income Tax: ট্যাক্স দিতে দিতে ক্লান্ত? অর্থমন্ত্রীর ঘোষণায় আয়করে বড়সড় ছাড়ের ইঙ্গিত...
HDFC ব্যাংক ‘সিনিয়র সিটিজেন কেয়ার এফডি’ নামে একটি বিশেষ ফিক্সড ডিপোজিটের সুযোগ দেয় যা পাঁচ বছর এক দিন থেকে ১০ বছরের মেয়াদে করা যায়। প্রবীণ নাগরিকরা বর্তমানের ০.৫০ শতাংশ প্রিমিয়ামের উপরে ০.২৫ শতাংশ অতিরিক্ত প্রিমিয়াম পাবেন। যদিও, HDFC ব্যাংকের সিনিয়র সিটিজেন কেয়ার এফডি ৩১ মার্চ, ২০২৩ পর্যন্ত বৈধ।
৭ থেকে ১৪ দিন ৩.৫০ শতাংশ
১৫ থেকে ২৯ দিন ৩.৫০ শতাংশ
৩০ থেকে ৪৫ দিন ৪.০০ শতাংশ
৪৬ থেকে ৬০ দিন ৫.০০ শতাংশ
৬১ থেকে ৮৯ দিন ৫.০০ শতাংশ
৯০ দিন থেকে ৬ মাস ৫.০০ শতাংশ
৬ মাস ১ দিন থেকে ৯ মাস ৬.২৫ শতাংশ
৯ মাস ১ দিন থেকে ১ বছর ৬.৫০ শতাংশ
১ বছর থেকে ১৫ মাস ৭ শতাংশ
১৫ মাস থেকে ১৮ মাস ৭.৫০ শতাংশ
১৮ মাস থেকে ২১ মাস ৭ শতাংশ
২১ মাস থেকে ২ বছর ৭.৫০ শতাংশ
২ বছর ১ দিন থেকে ৩ বছর ৭.৫০ শতাংশ
৩ বছর ১ দিন থেকে ৫ বছর ৭.৫০ শতাংশ
৫ বছর ১ দিন থেকে ১০ বছর ৭.৭৫ শতাংশ
বুধবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) মূল সুদের হার ৩৫ বেসিস পয়েন্ট (BPS) বাড়িয়ে ৬.২৫ শতাংশ করেছে।