নিজস্ব প্রতিবেদন: বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয় দিন হল অক্ষয় তৃতীয়া। সাধারণত এপ্রিলের শেষে অথবা মে'র প্রথম দিকে পড়ে এই তিথি। এই দিনটিকে খুবই পবিত্র মনে করা হয়। এ বছর ৩ মে অক্ষয় তৃতীয়া পড়েছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এই দিনটির বহু তাৎপর্য। যেমন কথিত, এই দিনই গণেশ ও ব্যাসদেব মহাভারত রচনা শুরু করেন। এদিনটিই বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের জন্মতিথি। এদিন দেবী অন্নপূর্ণার জন্ম হয়েছিল। এদিই স্বর্গ থেকে গঙ্গার মর্ত্যে অবতরণ ঘটেছিল।


এদিন কী কী করা হয়--


এদিন ব্যবসায়ীরা সাধারণত গণেশ ও লক্ষ্মীপুজো করে দিন শুরু করেন


তিথিটি শুভ বলে এদিন অনেকে নতুন ব্যবসারও সূচনা ঘটান


অনেকেই এদিন গঙ্গাস্নান করে দান করে পুণ্য অর্জন করেন


এদিন বিষ্ণু বা কৃষ্ণের বিশেষ পূজা করা হয়, ভক্তেরা উপোস করে থাকেন সারাদিন  


হিন্দু বিশ্বাসে অক্ষয় তৃতীয়া দিনটি নানা তাৎপর্যে অন্বিত। ভক্তেরা ও ধর্মপ্রাণ মানুষজন এ দিনটিতে নানা আচার পালন করে থাকেন। মানুষের মনে দিনটির গভীর প্রভাব, সুদূরপ্রসারী তাৎপর্য।


আরও পড়ুন: Falling in Love: উল্টো দিকের মানুষটির থেকে ভালোবাসা পাচ্ছেন না, তবুও একতরফা ভালোবেসে যাচ্ছেন, কেন জানেন?


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)