জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কৌশিকী অমাবস‍্যা হল দেবী কৌশিকীর আবির্ভাবতিথি। অসুর নিধনের জন‍্য দেবী কৌশিকী ভাদ্র মাসের অমাবস‍্যায় দেবী পার্বতীর দেহকোষ থেকে আবির্ভূতা হন। কোষ থেকে আবির্ভূত হওয়ার কারণে এই অমাবস‍্যাকে কৌশিকী অমাবস্যা নামে অভিহিত করা হয়ে থাকে। তারাপীঠে ওই দিনই সাধক বামাক্ষ‍্যাপাও সিদ্ধিলাভ করেন। তাই বহু ভক্ত এদিন তারাপীঠে যান। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  Kaushiki Amavasya 2023: আজই কৌশিকী অমাবস্যা! কেন এই রাতকে 'তারা রাত্রি' বলা হয় জানেন?


কিন্তু কৌশিকী অমাবস্যা মানে শুধু তারাপীঠই নয়। সিদ্ধপীঠ তারাপীঠে তারা মায়ের মন্দিরের পাশাপাশি তারাপীঠেরই ছিন্নমস্তা মন্দিরেও এই তিথিতে সারাদিন ধরে চলে পূজাপাঠ ও যজ্ঞানুষ্ঠান। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)