জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জ্যোতিষ জগৎ অনেক বড়। প্রতিদিন এক বা একাধিক খেলা গ্রহ জগতে সঞ্চালিত হয়। জ্যোতিষশাস্ত্রে গ্রহের স্থানান্তর এবং তাদের সংযোগের বিশেষ তাৎপর্য রয়েছে। দুটি উপকারী গ্রহ থাকলে তাকে রাজ যোগ বলে। প্রত্যেক মানুষই চায় যে তার রাশিতে রাজ যোগ থাকতে হবে যাতে সে সমস্ত সুবিধা, প্রাচুর্য পেতে পারে। এমনই একটি রাজযোগ হল গজকেশরী রাজ যোগ। এটি রাশিফলের চন্দ্র এবং বৃহস্পতির এক যোগে আসায় তৈরি হয়। যে ব্যক্তির কুণ্ডলীতে গজ কেশরী রাজ যোগ আছে, তিনি হাতির ন্যায় শক্তি ও ধন লাভ করেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, Feng shui Tips: ঘরে ফেং শুই রাখুন এই নিয়মে, অর্থের জোয়ারে ফিরবে ভাগ্য


২৪ মে চন্দ্র, কর্কট রাশিতে যাত্রা করবে এবং বৃহস্পতি ইতিমধ্যে মেষ রাশিতে বসে রয়েছে। তাই একে অপরের থেকে কেন্দ্রে থাকার কারণে গজকেশরী রাজযোগ তৈরি হচ্ছে। গজকেশরী রাজ যোগ কখন তৈরি হয়? বৃহস্পতি যে রাশিতে স্থাপিত হয় সেখান থেকে চাঁদ দশম, সপ্তম বা চতুর্থ ঘরে থাকলে গজকেশরী রাজযোগ গঠিত হয়। অথবা চন্দ্র-বৃহস্পতি একসঙ্গে বসে আছে কোনও রাশিতে। যাঁর কুণ্ডলীতে এই রাজযোগ তৈরি হয়, তিনি মহান গুণসম্পন্ন জ্ঞানী ব্যক্তি। এবার জেনে নিন কোন রাশির জাতক জাতিকারা চন্দ্র ও বৃহস্পতির মিলনে সুবিধা পাবেন।


মেষ- মেষ রাশির জাতকদের জন্য গজকেশরী রাজ যোগ অত্যন্ত ফলদায়ক প্রমাণিত হবে। যেহেতু বৃহস্পতি শুধুমাত্র মেষ রাশিতে রয়েছে, তাই আপনার জন্য আর্থিক লাভের ভালো সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা করা হবে। দীর্ঘদিন ধরে কোনও কাজ আটকে থাকলে তাও শেষ হবে। এ ছাড়া চাকরিজীবীদের আয় বাড়বে।


মিথুন- গজকেশরী যোগের কারণে মিথুন রাশির জাতক জাতিকারা রূপো পেতে চলেছেন। ধন-সম্পদের ঘরে চাঁদ পাড়ি দিচ্ছে। অতএব, আপনি হঠাৎ আর্থিক সুবিধা পাবেন। আপনার কথায় আপনি মানুষের হৃদয়ে রাজত্ব করবেন এবং আর্থিক লাভের সুযোগ পাবেন। যারা মার্কেটিং বা সেলসের সঙ্গে যুক্ত তারা বিশেষভাবে উপকৃত হবেন। সম্মান পাবেন।


তুলা- চাঁদ তুলা রাশির দশম ঘরে এবং বৃহস্পতি সপ্তম ঘরে যাবে। পারিবারিক জীবনে সুখ বাড়বে। যারা ব্যবসায় এবং অংশীদারিত্বে কাজ করছেন তারা আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময়ে আপনার জীবনসঙ্গী বা স্ত্রী ভালো আয় বা চাকরি পেতে পারেন।



আরও পড়ুন, Shani Jayanti 2023: শুক্রবারই শনিজয়ন্তী! কাদের উপর পড়বে শনিদেবের বিশেষ কৃপাদৃষ্টি?


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)