ওয়েব ডেস্ক: আজকের দিনের পুরুষদের দাড়ি রাখা হয়ে গিয়েছে ফ্যাশন। আগে পুরুষরা ক্লিন সেভ থাকতেই পছন্দ করতেন। কিন্তু এখন গালে দাড়ি রাখাটাই হাল ফ্যাশন। কিন্তু শরীরের জন্য ভালো কোনটা? সেটা জানাও যে প্রয়োজন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আসলে একটি নির্দিষ্ট বয়সের পর হরমোনের কারণে নারী ও পুরুষের শরীরের মাঝে অনেক পরিবর্তন দেখা যায়। তার মধ্যে ছেলেদের দাড়ি একটি। কিছু পুরুষদের দাড়ি রাখতে দেখা যায়, আবার অনেকে কেটে ফেলেন। তবে, এখন দাড়ি রাখছেনই বেশি সংখ্যক পুরুষ। কিন্তু বিজ্ঞান কি বলে জানেন?



১) বিজ্ঞানীদের মতে, দাড়ি রাখলে পুরুষদের আকর্ষণ বৃদ্ধি পায়। তাঁদের প্রতি নারীরা বেশি আসক্ত হয়।


২) একজন পুরুষ তাঁর জীবনের ১৩৯ দিন সময় শুধু শেভ করে কাটিয়ে দেয়!
 
৩) দাড়ি রাখার উপকারিতা রয়েছে। এটি আপনার ত্বক ভাল রাখবে এবং বাইরের ইনফেকশন দূরে রাখবে।


৪) এক গবেষণায় দেখা গিয়েছে, যাঁরা দাড়ি রাখেন, তাঁদের মধ্যে বিষণ্ণতা কম দেখা যায়।


৫) ঘামের জন্য এর উপকারিতা অনেক। দাড়ি রাখলে শরীরের প্রয়োজনীয় প্রোটিনেও তফাৎ গড়ে উঠে।


এতগুলো সুফল পাওয়ার জন্য অবশ্যই আপনার দাড়ি না কাটাই শ্রেয়।