ওয়েব ডেস্ক: শপিংমলের ট্রায়াল রুমে পোশাক পাল্টানোর সময় হিডেন বা পিন হোল ক্যামেরায় ছবি উঠে যাওয়ার ঘটনা তো জানা হয়ে গেছে। কিন্তু এবার নতুন বিপদ! ট্রায়াল রুমে আপনি যে আয়নার সামনে পোশাক পাল্টাচ্ছেন সেই আয়নার মধ্য দিয়েই হয়ত আপনার গোপন মুহূর্ত দেখে নিচ্ছে অন্য কেউ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নতুন ধরণের এই অপকীর্তি শুরু হয়েছে আজকাল। একধরণের আয়না রয়েছে যাকে বলে 'টু-ওয়ে মিরর'। আজকাল টয়লেট বা ট্রায়ালরুমে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে এই 'টু-ওয়ে মিরর'। দেখতে পুরো সাধারণ আয়নার মতই। কিন্তু মজা হল, আপনি এতে সাধারণ আয়নার মতোই শুধু নিজেকে দেখতে পাবেন কিন্তু আয়নার পেছনে যে আছে তাকে দেখতে পাবেন না। সে কিন্তু আপনাকে স্পষ্ট দেখতে পাবে। আর সেখান থেকেই তৈরী হবে আপনার গোপন মুহূর্তের ভিডিও। এমএমএস। অথচ আপনি কিছু জানতেই পারলেন না।


আরও পড়ুন- কলকাতার অভিজাত শপিং মলের মহিলা ট্রায়াল রুমে গোপন ভিডিও, ধৃত যুবক


এমনিতে দেখলে আপনি কিছুতেই বুঝতে পারবেন না যে আয়নাটা সাধারন 'নিরাপদ' আয়না না 'টু-ওয়ে মিরর'।