নিজস্ব প্রতিবেদন: মুখ থেকে বের হল অতিরিক্ত ৮২ টি দাঁত। হতবাক চিকিৎসকমহল। গত ৫ বছর ধরে ওডোটমা জটিল রোগে আক্রান্ত ছিল ১৭ বছরের নিতীশ কুমার। অস্ত্রোপচার করে এখন সুস্থ নিতীশ। বদলে গিয়েছে তার মুখমণ্ডলের আকার। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অস্ত্রোপচারের আগে স্ক্যান করা হয় নিতীশের মুখমন্ডলের। তখনই জানা যায়, তাঁর মুখে ৮২ টি অতিরিক্ত দাঁতের সঙ্গে রয়েছে দুটি টিউমার। ক্রমশ ফুলে উঠছিল তাঁর থুতনির দুই পাশ।


টানা ৩ ঘণ্টা ধরে চলে  অস্ত্রোপচার। দাঁত ও টিউমারটি বের করার পর পুনরায় সেট করতে হয় মাড়ি। নিতীশ বিহারের বাসিন্দা। ইন্দিরা গান্ধী ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে তার চিকিৎসা চলে।