জন্মদিনে জানুন আশাপূর্ণা দেবীকে
আজ ৮ জানুয়ারি। ১৯০৯ সালের আজকের দিনেই জন্ম হয়েছিল লেখক আশাপূর্ণা দেবীর। তিনি আমাদের ছেড়ে চলেও গিয়েছেন সেই ১৯৯৫ সালের ১৩ জুলাই। কিন্তু তাঁর লেখা, তাঁর বই, আমাদের সঙ্গেই রয়েছে চিরকাল। আজ তাঁর জন্মদিনে যেনেই নিন কয়েকটা অজানা তথ্য।
ওয়েব ডেস্ক: আজ ৮ জানুয়ারি। ১৯০৯ সালের আজকের দিনেই জন্ম হয়েছিল লেখক আশাপূর্ণা দেবীর। তিনি আমাদের ছেড়ে চলেও গিয়েছেন সেই ১৯৯৫ সালের ১৩ জুলাই। কিন্তু তাঁর লেখা, তাঁর বই, আমাদের সঙ্গেই রয়েছে চিরকাল। আজ তাঁর জন্মদিনে যেনেই নিন কয়েকটা অজানা তথ্য।
১) আশাপূর্ণা দেবীর জন্ম হয়েছিল তত্কালীন উত্তর কলকাতার পটলডাঙায় কাকুর বাড়িতে।
২) তাঁকে লেখার জন্য মানুষ আশাপূর্ণা দেবী নামেই চেনেন। কিন্তু তাঁর পদবি হল গুপ্ত।
৩) আশাপপূর্ণা দেবীর বাবা ছিলেন হরেন্দ্রনাথ গুপ্ত। আর তাঁর মা ছিলেন সরলা সুন্দরী।
৪) ১৯২২ সালে শিশু সাথী পত্রিকায় সম্পাদক রাজকুমার চক্রবর্তী প্রথমবার ছাপেন মাত্র ১৩ বছরের আশাপূর্ণার কবিতা। সেই প্রথম কবিতার নাম ছিল বাইরের ডাক।
৫) ১৯২৪ সালে মাত্র ১৫ বছর বয়সেই কালীদাস গুপ্তর সঙ্গে বিয়ে হয়ে যায় আশাপূর্ণা দেবীর। আর বিয়ের পর তাঁকে চলে যেতে হয় কৃষ্ণনগরে।