ওয়েব ডেস্ক : বিদেশি ট্যুরিস্ট টানতে আটঘাট বেঁধে নামছে রাজ্য। কারণ তাতেই লক্ষ্মীলাভ। বণিকসভা CII-কে সঙ্গে করে রাজস্থান, গুজরাত, গোয়াকে টেক্কা দিতে তাই ডেস্টিনেশন ইস্ট-এ বঙ্গের তাক লাগানো ব্র্যান্ডিং। বিদেশি ট্যুরিস্ট রাজ্যে আসবেন কেন? এই নিয়েই সেমিনারের আয়োজন করে বণিকসভা CII। সাড়া জাগানো সাড়া মিলেছে। বিশ্ব পর্যটন মানচিত্রে পশ্চিমবঙ্গকে তুলে ধরতে আগ্রহ প্রকাশ করেছেন ১০০-রও বেশি আন্তর্জাতিক ট্যুরিজম এজেন্ট। বিদেশি আসার নিরিখে এখন পশ্চিমবঙ্গের স্থান দেশে পঞ্চম। এই তালিকায় উপরে উঠতে চায় রাজ্য।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ব্রাত্য বসু পর্যটনমন্ত্রী থাকাকালীনই উদ্যোগটা নেওয়া হয়। তালিকায় আছে বেশ কয়েকটি পরিকল্পনা-


দুর্গাপুজো কার্নিভাল: মহালয়া থেকেই দুর্গাপুজোর কার্নিভালের আয়োজন করে তাকে পর্যটনের পরিকল্পনা রয়েছে রাজ্যের
বাঙালির বিয়ে: কাঞ্চন বিনিময়ে কোনও বাঙালি বিয়েতে অতিথি হওয়া ও শুরু থেকে শেষ পর্যন্ত দেখা। আনা হতে পারে এই পর্যটন অফার
ইতিহাস ও ভুগোল: পাহাড়-ডুয়ার্স, ঐতিহাসিক বাংলা এবং কলকাতা এই ভাগে রাজ্যের পর্যটনকে প্যাকেজ করার পরিকল্পনা
ইউটিলিটি সেন্টার: পর্যটকদের সুবিধার্থে রাজ্যজুড়ে তৈরি হবে ৪৫টি ইউলিটি সেন্টার। তাতে লেডিজ টয়লেট, রেস্টরুম থেকে ছোটো স্টেশনারি শপ, সবই থাকবে
রোড শো: ভিনরাজ্য ও ভিনদেশে রোড শোয়ের মাধ্যমে পশ্চিমবঙ্গের পর্যটনের প্রচার করা হবে


পর্যটনের প্রচারে শুক্রবার থেকে শিলিগুড়িতে শুরু হয়েছে তিন দিনের 'বেঙ্গল ট্রাভেল মার্ট'। নেপাল, ভূটান ও বাংলাদেশের পর্যটকরাই এই মার্টের লক্ষ্য।


অবশ্যই এই ভিডিওটি দেখুন আর বাঙালি বলে গর্ব অনুভব করুন