ওয়েব ডেস্ক: উত্সবের আগেই উত্সবে সামিল দুঃস্থ শিশু থেকে বৃদ্ধাশ্রমের আবাসিক। পিয়ারলেস ইনে জমজমাট কেক সেলিব্রেশন। প্রাণখোলা হাসি আর খুশিতে সবপেয়েছির আসরে ওরা আজ যেন অন্য গ্রহের মানুষ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দুঃখের কোলাজ ভেঙে আজ খুশির সীমা নাই। এত খুশি, এত হাসি ওদের জীবনে বড়ই অভাব। সেই অভাবের মাঝেই আজ সব পেয়েছির ভাললাগা। এই শহরেরই বেশ কয়েকটি দুঃস্থ শিশু এবং বৃদ্ধাশ্রমের প্রবীণ মানুষগুলোর আজ আনন্দের বাঁধ ভেঙেছে। শনিবারের বারবেলায় পিয়ারলেস ইনে উপচে পড়া খুশিতে মিলেমিশে এক হয়ে গেল আট থেকে আশি। প্রতি বছরের মতো এবারও কেকের মিষ্টিমধুর সুগন্ধে লুটোপুটি খাওয়ার সুযোগ করে দিল পিয়ারলেস ইন।


আরও পড়ুন- সবাই বাতিল নোট বদল করলেও এই মানুষটি সযত্নে কাছে রেখে দিচ্ছেন


কেক মিক্সিংয়ে হাত লাগাতে পেরে প্রিয়াংশী, সন্দীপারা তো বেজায় খুশ। চকোলেট কেকের প্রতি ভালবাসার কথা ওদের মুখে। আজ ওরা বড্ড খুশি।


বয়সের উপান্তে দাঁড়িয়ে যে মানুষগুলো হাসতে ভুলে গিয়েছেন, একসাথে বাঁচার আনন্দে খিলখিল করে হেসে উঠতে ভুলে গিয়েছেন, তাঁরা আজ হাসলেন। প্রাণ খুলে হাসলেন।


বড়দিন দরজায় কড়া নাড়ছে। জিঙ্গল বেলের আওয়াজ কানে আসার একটুখানি অপেক্ষা। ঘুম থেকে উঠে সান্তার গিফটের প্যাকেট বালিশের নিচ থেকে হাতে আসার অপেক্ষা। তার আগেই এত্তবড় গিফট পেয়ে ওদের সত্যিই খুশির সীমা নাই।


আরও পড়ুন- এটিএমের লাইনে 'প্রতারক প্রেমিক'কে মারধর