ওয়েব ডেস্ক: ৭০ তম কান ফিল্ম ফেস্টিভ্যালের রেড কার্পেটে হেঁটে মাতিয়ে দিয়েছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। তাঁর রূপের প্রশংসায় ধন্য ধন্য করছে সবাই। কিন্তু সোনম কাপুর স্বয়ং নিজের সৌন্দর্যের জন্য কোনও কৃতিত্ব নিতে চান না। কানে এক ঝাঁক সাংবাদিকদের মাঝে তাঁর দিকে প্রশ্ন ধেয়ে এসেছিল যে, 'আপনাকে যে এত সুন্দরী লাগছে, তার জন্য কাকে কৃতিত্ব দেবেন?'


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন খুব তাড়াতাড়ি সোশ্যাল মিডিয়ায় আসতে চলেছেন ঐশ্বর্য রাই বচ্চন


এই প্রশ্নের উত্তরে সোনম কাপুর বলেন, 'আমাকে দেখতে ভালোলাগার পিছনে আমার কোনও কৃতিত্ব নেই। এর জন্য আমি সবার আগে ধন্যবাদ দেব, আমার বাবা-মাকে। অনিল কাপুর এবং সুনীতা কাপুরের জন্যই আমাকে দেখতে ভাললাগে। এই কৃতিত্বটা একেবারেই ওঁদের পাওয়া উচিত।এরপর আমি কৃতিত্ব দেব, আমার মেক আপ আর্টিস্ট নম্রতা সোনিকে। এছাড়াও একটি ক্রিয়েটিভ টিম আমাকে সুন্দরী করে তুলতে কাজ করে। ওঁদেরও সমান প্রশংসা প্রাপ্য। আর অবশ্যই কৃতিত্ব দেব সব ফোটোগ্রাফারকে। ওঁরাই আমার সুন্দর সুন্দর ছবি তুলে দেয়। ফোটোগ্রাফারদের ভালো ছবি তোলার জন্যই যে আমাকে দেখেত এত ভালোলাগে।'


আরও পড়ুন  বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলুন ‘ম্যাঙ্গো আইসক্রিম’