ওয়েব ডেস্ক: ক্যাশলেস বিয়ে। হয় নাকি! হয়। অন্তত সুরাতে তো হলই। ক্যাশলেস বলে যে জাকজমক কম তা কিন্তু নয়। জাকজমক করেই  বিয়ে হয়েছে  সাইদ রফিউদ্দিন ও আফ্রিনা বানুর। তবে অন্য সব বিয়ের মত নয়। এ বিয়ের খবরে  হইচই পড়ে গেছে। কারণ এই বিয়েতে নগদের কারবার নেই। এমনকী দেনমোহরও নগদা নগদি নয়। সেখানেও ATM  কার্ড।


আরও পড়ুন- জন-ধন অ্যাকাউন্টে ১০০ কোটি! প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন এই মহিলা


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিয়েতে অনেকের অনেক সখ থাকে, সাধ থাকে। সখ করে মহাশূন্যে বিয়ে, গভীর সমুদ্রে বিয়ে--এমন খবর এ যাবত শোনা গেছে। কিন্তু সরকারের ক্যাশলেস কান্ট্রি পরিকল্পনায় যে বিয়ে বাড়ির অনুষ্ঠানও চলে আসতে পারে এমনটা হয়তো কেই ভাবেনি। ভেবেছেন সুরাতের সাইদ রফিউদ্দিন ও আফ্রিনা বানু। তাদের সাধ, বিয়ের সমস্তটাই যেন ক্যাশলেস ডিজিটাল প্রক্রিয়ায় হয়। তাই নব দম্পতিকে যে উপহার দেওয়ার প্রথা আছে সেখানেও হল এটিএমের ব্যবহার।


আরও পড়ুন- নোটের আকালে এবার বড়দিনে ক্যাসলেস কেকের রমরমা


রংচং-এ RAPING পেপারে মোড়া কোনও উপহার গ্রাহ্য হয়নি। আমন্ত্রিতরা উপহার দিয়েছে চেকে। কেউ কেউ সঙ্গে নিয়ে এসেছেন এটিএম কার্ড, যন্ত্র ছিলই, অনয়াসে গিফ্ট দিলেন অভ্যাগতরা।