ওয়েব ডেস্ক: কুকুর প্রভুভক্ত। শুধু প্রভুভক্ত বললে ভুল হবে, কুকুর মারাত্মক বুদ্ধিমান। অন্যান্য পশুদের থেকে অনেক অনেক বেশি বুদ্ধিমান কুকুর। বিড়ালও একইরকমভাবে গৃহপালিত পশু। কিন্তু তবুও বিড়ালের থেকেও কুকুরের বুদ্ধি অনেক বেশি। কিন্তু জাপানের বিজ্ঞানীরা জানাচ্ছেন যে, কুকুরের মতো বিড়ালও একইরকম বুদ্ধিমান হতে পারে। কিছু ক্ষেত্রে বুদ্ধির দিক থেকে কুকুরের সমান বুদ্ধিমান হতে পারে বিড়াল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিবিসিতে প্রকাশিত একতি তথ্যের মাধ্যমে জানা গিয়েছে যে, যে সমস্ত বিড়াল বাড়ির পরিবেশে থাকে, তারা স্মৃতিশক্তির কিছু টেস্টে কুকুরের সমানই বুদ্ধিদীপ্ততার প্রমাণ দিয়েছে। যেমন, পছন্দের খাবার। ওই একই তথ্যে বলা হয়েছে যে, কুকুর একটানা অনেক জিনিস অনেক দিন ধরে মনে রাখতে পারে। কুকুরের স্মৃতিশক্তি খুবই প্রখর।


আরও পড়ুন কেন সোশ্যাল মিডিয়ায় তিনি নেই, জানালেন রণবীর কাপুর


বিজ্ঞানীরা বলছেন যে, গৃহে থাকা কুকুর আর বিড়ালের মধ্যে একটি পরীক্ষা করা হয়েছিল। তার মধ্যে ছিল, বাড়ির লোকেদের আচার-ব্যবহারের ধরন, মুখের অভিব্যক্তি, আবেগ, অনুভূতি প্রভৃতিতে কুকুর এবং বিড়াল উভয়েই কেমন সাড়া দেয়, তা দেখা। সেই পরীক্ষায় কুকুর এবং বিড়াল উভয়ই একইরকমভাবে সাড়া দিয়েছে। তাই এই পরীক্ষা আমাদের বিশ্বাস করতে সাহায্য করবে যে, মানুষের আচার ব্যবহার এবং হাব-ভাবে কুকুর যেমন সাড়া দেয়, তেমনই অনেকটাই বিড়ালও সাড়া দেয়।


তবে কুকুরের সমান বুদ্ধি বিড়ালের কিছু ক্ষেত্রে একরকম। কিন্তু সব দিক থেকে দেখলে বিড়ালের থেকে অনেক বেশি বুদ্ধিমান এবং অনেক বেশি মানুষের কথা বুঝতে পারে কুকুর।


আরও পড়ুন জিওকে টেক্কা দিতে নতুন অ্যাপ নিয়ে আসছে আইডিয়া