কেন সোশ্যাল মিডিয়ায় তিনি নেই, জানালেন রণবীর কাপুর
আজকের দিনে সোশ্যাল মিডিয়ায় নেই, এমন মানুষ খুঁজে পাওয়াই দায়। তার উপর তিনি আবার সেলিব্রিটি হলে তো কথাই নেই। তিনি সোশ্যাল মিডিয়ায় থাকবেন। আর তাঁর ভক্তের সংখ্যা উপচে পড়বে। কিন্তু তিনি রণবীর কাপুর। ব্যতিক্রমীভাবেই নেই সোশ্যাল মিডিয়ায়! কেন? উত্তর নিজেই জানালেন ৩৪ বছর বয়সী এই বলিউড তারকা।
![কেন সোশ্যাল মিডিয়ায় তিনি নেই, জানালেন রণবীর কাপুর কেন সোশ্যাল মিডিয়ায় তিনি নেই, জানালেন রণবীর কাপুর](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/01/27/77219-ranbirkapoor27-1-17.jpg)
ওয়েব ডেস্ক: আজকের দিনে সোশ্যাল মিডিয়ায় নেই, এমন মানুষ খুঁজে পাওয়াই দায়। তার উপর তিনি আবার সেলিব্রিটি হলে তো কথাই নেই। তিনি সোশ্যাল মিডিয়ায় থাকবেন। আর তাঁর ভক্তের সংখ্যা উপচে পড়বে। কিন্তু তিনি রণবীর কাপুর। ব্যতিক্রমীভাবেই নেই সোশ্যাল মিডিয়ায়! কেন? উত্তর নিজেই জানালেন ৩৪ বছর বয়সী এই বলিউড তারকা।
আরও পড়ুন কৃষ্ণসার হত্যা মামলায় যোধপুরের আদালতে আজ হাজিরা দেবেন সলমন খান
একটি সাক্ষাত্কারে রণবীর কাপুর বলেছেন, 'আমি অভিনেতা। আমি তখনই খবর, যখন আমার কোনও ফিল্ম রিলিজ করেছে। কিন্তু যখন আমি কোনও সিনেমা করছি না। বা আমার অবসর সময় কেন আমি সবার সঙ্গে শেয়ার করে, তাঁদের বিরক্তির কারণ হব? তাই সোশ্যাল মিডিয়ায় সব কথা পোস্ট করার থেকে আমি অদৃশ্য থাকাটাই বেশি পছন্দ করি।'
আরও পড়ুন বিয়ে করলেন এই বলিউড নায়িকা