নিজস্ব প্রতিবেদন: শীঘ্রই প্রকাশিত হবে সিবিএসই দশম শ্রেণির বোর্ড পরীক্ষার রেজাল্ট, সম্প্রতি এমনটাই জানিয়েছে  সিবিএসই বোর্ড। রেজাল্ট ঘোষণার অপেক্ষায় দেশজুড়ে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীরা।  করোনা আবহে এবার সিবিএসই দশমের পরীক্ষা হয়নি। বিকল্প মূল্যায়ন পদ্ধতিতে ফল প্রকাশ করা হবে। এ ক্ষেত্রে রেজাল্ট জানতে হলে আগে রোল নম্বরটি জেনে নেওয়া জরুরি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সিবিএসই-র পক্ষ থেকে মূল্যায়ণের যে মাপকাঠি দেওয়া হয়েছিল, তার ভিত্তিতে সিবিএসই অনুমোদিত স্কুলগুলি পড়ুয়াদের নম্বর পাঠিয়ে দিয়েছে বোর্ডে। এরপরই ফল প্রকাশিত হবে। দশমের ক্ষেত্রে ৫টি বিষয়ের মধ্যে সেরা তিনটি বিষয়ের নম্বর নেওয়া হবে।


আরও পড়ুন, প্রকাশিত CBSE-এর দ্বাদশ শ্রেণির রেজাল্ট, মজার Meme-এ ভাসল নেটদুনিয়া


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নম্বর মূল্যায়নে স্বচ্ছটা বজায় রাখতে হবে স্কুলগুলিকে। এর জন্য কোনো পড়ুয়ার উপর যাতে প্রতিকূল প্রভাব না পড়ে খেয়াল রাখতে হবে সে বিষয়টিও। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইট cbse.gov.in-তে ফল প্রকাশিত হবে। এছাড়াও cbseresults.nic.in এবং results.gov.in থেকে ফল দেখতে পাবেন পড়ুয়ারা।


সিবিএসই-র সরকারি ওয়েবসাইট ছাড়াও umang.gov.in, DigiLocker app এবং DigiResults এও ফলাফল জানা যাবে। এসএমএসের মাধ্যমে ফল জানতে হলে সিবিএসই১০ টাইপ করে রোল নম্বর, স্কুল, সেন্টার উল্লেখ করে ৭৭৩৮২৯৯৮৯৯ নম্বরে পাঠিয়ে দিতে হবে।


 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)