প্রকাশিত CBSE-এর দ্বাদশ শ্রেণির রেজাল্ট, মজার Meme-এ ভাসল নেটদুনিয়া
ফল প্রকাশের পর নানা মিম এ ভিরে গিয়েছে সোশাল মিডিয়া৷
নিজস্ব প্রতিবেদন: শুক্রবার সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE) -এর দ্বাদশ শ্রেণির ফলাফল প্রকাশিত হয়েছে। ৯৯.৩৭ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। সিবিএসই বোর্ডে ছাত্রীদেরই জয়জয়কার দেখা গিয়েছে। সবমিলিয়ে ৯৯.৬৭ শতাংশ ছাত্রী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। ছাত্রদের পাশের হার ৯৯.১৩ শতাংশ। সিবিএসই বোর্ডের তরফে বলা হয়েছে ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাশের হার বেশি এ বছর। পরিসংখ্যান অনুযায়ী, ০.৫৪ শতাংশ বেশি করেছেন ছাত্রীরা।
এ বছর কেন্দ্রীয় বিদ্যালয়ে দ্বাদশ শ্রেণির ফলাফল ও পাশের হার ১০০ শতাংশ। কেন্দ্রীয় তিব্বত বিদ্যালয়ের পাশের হারে সেঞ্চুরি। করোনা পরিস্থিতির কারণে এ বছর বাতিল হয় দ্বাদশ শ্রেণির পরীক্ষা। তবে পরীক্ষার ফলাফল প্রস্তুত করতে সিবিএসই মূল্যায়ন নীতি জারি করে। এই মূল্যায়নের ভিত্তিতে এবারের ফলাফল প্রকাশ করা হয়েছে।
আগামী সপ্তাহে দশম শ্রেণির ফল প্রকাশ হবে বলে জানা গিয়েছে৷ বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে ফলাফল প্রকাশিত হয়েছে৷ বোর্ডের সরকারি ওয়েবসাইট cbseresults.nic.in ছাড়াও UMANG অ্যাপ, SMS এবং IVRS পদ্ধতির মাধ্যমেও রেজাল্ট জানতে পেরেছেন পড়ুয়ারা। চলতি বছর CBSE Class 12-এ নথিভুক্ত পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ১৪ লাখ।
আরও পড়ুন, সাদা নুনের বদলে বিট নুন খাওয়ার অভ্যাস করুন, মিলবে অনেক রোগ থেকে মুক্তি
শুক্রবার সকালে একটি টুইট করেছে CBSE বোর্ড। সেখানে জানান হয়েছে এই খবর। মজার বিষয় হল 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে' ছবির একটি দৃশ্য নিয়ে সেখানে লেখা হয়েছে-'আখির ও দিন আ হি গ্যায়া' (অবশেষে সেই দিনটি এসে গিয়েছে)।
এছাড়াও ফল প্রকাশের পর আরও নানা মিম এ ভিরে গিয়েছে সোশাল মিডিয়া৷ দেখে নিন সেগুলি-
Me after I realise cbse class 12th result goona be out soon#cbse12thresult #CBSEResult pic.twitter.com/jkLeI1RF2S
— Ayush (@ayush_shaw_0914) July 30, 2021
12th result announced
Cbse 10th ka result kb aayega#CBSEResult pic.twitter.com/NoeUTpMwzD— Ravi mishra (@ravi07_mishra) July 30, 2021
Class 12 results will be live at 2:00pm
Meanwhile CBSE website at 2:00pm : #CBSEResult pic.twitter.com/2AkV4LrWda— sagar sharma (@oceanshrma) July 30, 2021
#12thResults
Nobodyliterally nobody#CBSE website.....
#12thResults pic.twitter.com/rgyvXua4zg— MAYANKMIRA (@iMAYANK2604) July 30, 2021
#CBSEResult
CBSE results 2021
*Students chilling*
Suddenly they got result notification
Le students:- pic.twitter.com/uG6UfncZnr— Saurav Mani (@SauravMani12) July 30, 2021