শুভপম সাহা: 'বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে'.... দুয়ারে কড়া নাড়ছে ভ্যালেন্টাইন'স ডে (Valentine’s Day 2023)। রাত পোহালেই বাঙালির আরও একটা প্রেমদিবস। কারণ সরস্বতী পুজোর দিনই বাঙালির 'সরকারি' প্রেমদিবস। তবে মনের মানুষের জন্য বরাদ্দ ক্যালেন্ডারের 'বেসরকারি' প্রেমের দিন নিয়েও চূড়ান্ত এক্সসাইটেড থাকেন প্রেমিক-প্রেমিকারা। আর বাঙালি এমনিই খেতে ভালোবাসে, ভি-ডে'তে জমিয়ে না খেলে চলে নাকি! সত্যি বলতে এমন দিনে একটু প্রিভেসিতে খানাপিনা সারার অপশন একেবারেই কম। তারওপর আবার দামটাও একটা বড় ফ্যাক্টর। পকেটের কথাও যে ভাবতে হয় ভীষণ ভাবে। সবদিক বিচার করে একটা  চেনা ঠিকানা কিন্তু আছে। সাধারণত ভি-ডে সেলিব্রেশনের জন্য যে হোটেলের কথা অনেকের মাথাতেই আসবে না, সেই হোটেলেই আপনি যেতে পারেন। মধ্য কলকাতায় চাঁদনি চকের বুকেই জ্বলজ্বল করছে ব্রডওয়ে হোটেল (Broadway Hotel)। চাঁদনি মেট্রোর ছ'নম্বর গেট থেকে বেরিয়ে ওই ফুটের বাঁ-দিকে ধরে দু' পা এগোলেই চেনা 'বিএইচ'। ঠিকানা- ২৭ এ গণেশ চন্দ্র এভিনিউ। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)