ওয়েব ডেস্ক: আর হাত নয় নামের আদ্যক্ষর দিয়ে মানুষের বিচার করুন। না, না, একদম সিরিয়াসলি নেবেন না। হাল্কা চালে জেনে নিন আপনার বা আপনার চেনা পরিচিত কারও নামের প্রথম অক্ষরটা যদি M বা ম দিয়ে হয় তাহলে আপনি বা সে কেমন ধরনের মানুষ। চরিত্র, ভাল, খারাপ গুণটাই বা কী...
নামের আদ্যক্ষর M বা ম এমন মানুষের সংখ্যা প্রচুর। দেখুন তো মিলল কি না


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কেমন হন তাঁরা, যাঁদের নাম M দিয়ে শুরু?
১)  M- দিয়ে শুরু নামের মানুষরা সাধারণত ভগবানে বিশ্বাসী বা আধ্যাত্মিকতায় বিশ্বাস রাখে। তবে ধর্মীয় ভাঁড়ামো একদম পছন্দ করে না।


২) এরা খুব পরিশ্রমী, আর সাহসী হয়।


৩) শারীরিক গঠন এদের সাধারণত সুন্দর হয়। বুদ্ধিমান হয়। খুব ভাল বন্ধু হয়। তবে বেশি কথা বলা লোকদের একদম পছন্দ করে না।


৪) এদের ধৈর্য্য কম হয়। খুব তলিয়ে না ভেবে সিদ্ধান্ত নেয়।


৫) খুব সহজেই কারও ওপর খুব আকৃষ্ট হয়। তেমনই তাড়াতাড়ি কারও ওপর মোহভঙ্গ হয়।


৬) বিপদে মানুষের পাশে থাকে। তবে বিপদে মানুষকে সেভাবে পাশে পায় না।


৭) অল্পতেই রেগে যায়। ছোটখাটো ঘটানাতে মেজাজ হারায়।


S দিয়ে যাদের নাম শুরু, তারা ঠিক কেমন হন? জানুন এখানে ক্লিক করে


ভবিষ্যত কেমন যাবে-ভাল সময় আসছে। শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তায় থাকবেন। বেশি আকাশকুসুম ভাববেন না।


(অবশ্যই সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। খুব সরলীকরণ করে বলা হয়েছে।)