Chandra Grahan 2022: কবে দেখা যাবে ব্লাডমুন? জানুন ভারতীয় সময়
এই ব্লাডমুন চন্দ্রগ্রহণ দেখা যাবে উত্তর এবং দক্ষিণ আমেরিকা সহ ইউরোপ এবং এশিয়ার কিছু অংশ থেকে। পূর্ণগ্রহণের সময় ১ ঘণ্টা ২৫ মিনিট এবং আংশিক গ্রহণ দেখা যাবে দুঘণ্টার বেশি।
নিজস্ব প্রতিবেদন: আগামী ১৫-১৬ মে মধ্যবর্তী রাতে এই বছরের প্রথম সম্পূর্ণ চন্দ্রগ্রহণের সাক্ষী হতে চলেছে পৃথিবী। এই মরসুমের প্রথম গ্রহন হয়েছিল ৩০ এপ্রিল,২০২২। যদিও এটি ছিল আংশিক সূর্যগ্রহণ।
চন্দ্রগ্রহণ মূলত তিন প্রকার। পূর্ণ চন্দ্রগ্রহণ, আংশিক চন্দ্রগ্রহণ এবং পেনাম্ব্রাল চন্দ্রগ্রহণ। যখন পৃথিবীর ঠিক পিছনে আসায় পৃথিবীর ছায়া পরে ছাদের উপর তখন হয় চন্দ্রগ্রহণ।
এই ব্লাডমুন চন্দ্রগ্রহণ দেখা যাবে উত্তর এবং দক্ষিণ আমেরিকা সহ ইউরোপ এবং এশিয়ার কিছু অংশ থেকে। পূর্ণগ্রহণের সময় ১ ঘণ্টা ২৫ মিনিট এবং আংশিক গ্রহণ দেখা যাবে দুঘণ্টার বেশি।
ভারত থেকে এই গ্রহণ দেখা যাবে না। ভারতীয় সময় অনুযায়ী ১৬ মে সকাল ৭.০২ মিনিটে শুরু হবে এই গ্রহণ। চলবে দুপুর ১২.২০ মিনিট পর্যন্ত।
আরও পড়ুন: Share Market Closing: ভালো শুরু করেও মুখ থুবরে পড়ল শেয়ার বাজার, ৯৯২ পয়েন্ট পতন Sensex-এ
NASA এই গ্রহণ সরাসরি দেখাবে। এই গ্রহণকে সুপার ফ্লাওয়ার ব্লাড মুন-ও বলা হচ্ছে। সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের আগের এবং পরের সময়কে সূতক বলা হয়। এই সময়কে অশুভ বলেও মনে করা হয়।