নিজস্ব প্রতিবেদন: করোনার দ্বিতীয় ওয়েভের বাড়বাড়ন্ত যখন বাড়ছে থখন গ্রাহকদের জন্য বিশেষ স্কিম আনল ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক State Bank Of India বা SBI ৷ নাম করোনা রক্ষক স্কীম ৷ মাত্র ১৫৬ টাকার বিনিময়েই করোনা চিকিৎসার সুবিধা রয়েছে এই বিশেষ স্কীমে ৷ করোনা রক্ষক স্কিম আদতে একটি স্বাস্থ্য বিমা প্রকল্প৷ করোনা হলে ১০০ শতাংশ মেডিকেল কভারেজ পাওয়া যাবে এই স্কিমে ৷ উল্লেখ্য, এই প্রকল্পের গ্রাহক হতে গেলে কোনোরকম মেডিকেল টেস্ট অপ্রয়োজন ৷ তবে ন্যুনতম 18 বছর বয়স হওযা বাঞ্ছনীয়৷


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

করোনা রক্ষক স্কিমে একটি প্রিমিয়ামেই কভারেজ সম্পন্ন হবে৷ সবচেয়ে কম প্রিমিয়াম দেওয়া যাবে ১৫৬ টাকা করে৷ সর্বাধিক ২ হাজার ২৩০ টাকা দিতে হবে ৷ স্কিমের সময়সীমা ১০৫ দিন, ১৯৫ ও ২৮৫ দিনের৷ স্কিমের ন্যুনতম মেডিকেল কভারেজ ৫০ হাজার টাকা ও সর্বাধিক লক্ষ টাকা৷


প্রসঙ্গত, দেশে করোনার দ্বিতীয় ওয়েভে নিত্যদিন রেকর্ড সংক্রমণ হচ্ছে৷ মাত্র দশ দিনের ব্যবধানে সংক্রমণ বেড়েছে দ্বিগুণ৷ গত ২৪ ঘণ্টায় সারা দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৮৪ হাজার ৩৭২। গত চব্বিশ ঘণ্টায় মারা গিয়েছেন ১,০২৭ জন। সুস্থ হয়ে উঠেছেন ৮২,৩৩৯ জন। তবে এখনও পর্যন্ত দেশে সক্রিয় কেসের সংখ্যা ১৩ লক্ষ ৬৫ হাজার ৭০৪।