নিজস্ব প্রতিবেদন: করোনার সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে এখন লকডাউন চলছে। পরিস্থিতি সামাল দিতে ৩ মে পর্যন্ত বাড়ানো হয়েছে লকডাউনের মেয়াদ। জরুরি পরিষেবা ছাড়া সমস্ত কিছুই বন্ধ। এ বার অত্যাবশ্যকীয় নয়, এমন পণ্যের বিক্রি ও সরবরাহের উপর নিষেধাজ্ঞা জারি করল স্বরাষ্ট্রমন্ত্রক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১৯ এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, লকডাউন চলাকালীন শুধুমাত্র অত্যাবশ্যকীয় পণ্যের বিক্রি ও সরবরাহের অনুমতি দেওয়া হয়েছে দেশের সমস্ত ই-কমার্স সংস্থাগুলিকে। জানা গিয়েছে, ‘হটস্পট’ হিসাবে চিহ্নিত নয়, এমন এলাকাগুলিতে মোবাইল ফোন, রেফ্রিজারেটর, স্পিকার, ঘড়ি ইত্যাদি সরবরাহের জন্য অর্ডার নিতে শুরু করে ই-কমার্স সংস্থাগুলি। এর পরই এই পদক্ষেপ স্বরাষ্ট্রমন্ত্রকের।


আরও পড়ুন: লকডাউনে বাড়ছে গার্হস্থ্য হিংসা! জাতীয় মহিলা কমিশনে জমা পড়েছে ৯২ হাজার অভিযোগ


এর আগে ১৫ এপ্রিল লকডাউনে কেমন ভাবে কাজ করতে হবে সেই বিষয়ে ই-কমার্স সংস্থাগুলিকে একটি গাইডলাইন দিয়েছিল কেন্দ্র। কিন্তু পরিস্থিতি পর্যালোচনা করার পর ই-কমার্স সংস্থাগুলিকে পণ্যের বিক্রি ও সরবরাহ নিয়ে নয়া নির্দেশিকা জানিয়ে দিল স্বরাষ্ট্রমন্ত্রক।