ওয়েব ডেস্ক : মুন্নাভাইয়ের 'জাদু কি ঝাপ্পি'কে স্বীকৃতি দিলেন গবেষকরা। কাউকে জড়িয়ে ধরার ফলে সম্পর্ক আরও গাঢ় হয়, বলা হয়েছিল 'জাদু কি ঝাপ্পি'তে। এবার বিশেষজ্ঞরাও বলছেন, সুসম্পর্কের জন্য চাই 'কাডলিং'। সম্পর্কে নৈকট্য ভীষণভাবেই জরুরি। একে অপরকে অনুভব করার মধ্যে দিয়েই প্রাণ পায় সম্পর্ক। সম্পর্কে স্পর্শের গুরুত্ব তাই অপরিসীম।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সুসম্পর্কের জন্য 'কাডলিং' বা 'হাল্কা আদর' কেন প্রয়োজন? এর পিছনে বেশকিছু যুক্তি দিয়েছেন গবেষকরা-


- 'কাডলিং' আপনার মনকে খুশি রাখে। সম্পর্কে ইতিবাচক এনার্জি দেয়।
- 'কাডলিং' ব্যথা, যন্ত্রণারও উপশম ঘটায়। মানসিক চাপ কমায়।
- পার্টনারের সঙ্গে বন্ডিংকে আরও পাকা করে।
- 'কাডলিং'য়ের ফলে সবাই নিজেকে নিরাপদ অনুভব করে।
- সম্পর্কে মনোমালিন্য কমে।
- উষ্ণতা সম্পর্কের একঘেয়েমি কাটিয়ে বৈচিত্র্য আনে।
- 'কাডলিং'-এর মাধ্যমে আপনি যে তাকে বিশ্বাস করেন, তা কথায় না বলেও বুঝিয়ে দেওয়া সম্ভব।


এই সবদিক বিবেচনা করে বিশেষজ্ঞরা বলছেন, 'কাডলিং' আপনাকে আরও হাসিখুশি ও স্বাস্থ্যবান করে তোলে। যা আপনাকে একটি সুন্দর সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে।


আরও পড়ুন, মৃত্যু ডেকে আনতে পারে 'ওরাল সেক্স', সতর্ক করলেন চিকিত্সকরা