ওয়েব ডেস্ক: শনিবার। সপ্তাহের শেষ দিন। শনিবার মানেই তো বেশিরভাগ মানুষের মনে মনে একটা খুশির আমেজ। কারণ, পরদিন রবিবার। আর রবিবার মানেই তো সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা নেই, তাড়াতাড়ি তৈরি হয়ে অফিসে দৌড়োন নেই। সকালে ইচ্ছেমতো যতক্ষণ খুশি ঘুমনো যাবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অনেকেই আবার শনিবার একটু তাড়াতাড়ি অফিস থেকে বাড়ি ফেরেন। তার ওপর এখন আবার বর্ষার আমেজ। সন্ধ্যেবেলা জমিয়ে চা আর তার সঙ্গে মুখরোচক কিছু। বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি। আর বাড়িতে বসে সেই বৃষ্টির আমেজ উপভোগ করতে করতে ট্রাই করুন চিকেনের নতুন রেসিপি। চিকেন গোল্ডেন কয়েন। বাজি রেখে বলতে পারি, নতুন এই রেসিপিতে আপনার সন্ধ্যেটা আরও জমে যাবে।


কীভাবে তৈরি করবেন এই চিকেন গোল্ডেন কয়েন? নিচের ভিডিও দেখে শিখে নিন-