ওয়েব ডেস্ক: নোট ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলন। এটিএম এর সামনে লম্বা লাইন। এদিকে আবার শুরু হয়ে গেছে মেলা । মেলা তো বছরে একবারই। তাই খুচরো সমস্যা মেটাতে এবার সবলা মেলায় ভরসা PAYTM। 20 থেকে 1 হাজার টাকার জিনিস, সবই PAYTM-এ বিকেচ্ছে রমরমিয়ে।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নোটের জোগান নিয়ে বাজারে হাহাকার। কবে অবস্থা স্বাভাবিক হবে সে নিয়ে ধন্দ বিস্তর। এরই মাঝে সল্টলেকে শুরু সবলা মেলা। পসরা নিয়ে হাজির স্বনির্ভর গোষ্ঠীর লোকজন। কিন্তু নগদ কোথায়? অনেকেই আসছেন দেখছেন আর ফিরে যাচ্ছেন। সমস্যা মেটাতে তাই ক্রমশ ভরসা বাড়ছে PAYTM-এর ওপর।


আরও পড়ুন- আরটিআই আবেদনের জেরে প্রকাশিত আরবিআই গভর্নরের বেতন


শুধু শহুরে বিক্রেতা নয়, গ্রাম থেকেও নিজেদের জিনিস নিয়ে মেলায় হাজির অনেকে। আর  রীতিমত তাঁদের হাতে ধরে PAYTM কী, কী তার সুবিধা বুঝিয়ে দিচ্ছেন কর্মীরা।


মেলা শুরুর দিনে অনেক বিক্রেতাই PAYTM  চালু করেননি। তার জেরে বিক্রিবাটা বেহাল। তাই যত দিন যাচ্ছে ততই ঝোঁক বাড়ছে PAYTM-এর ওপর।


আরও পড়ুন- লাইফ সাপোর্ট সিস্টেমে জয়ললিতা